৩২ বছর পর কাশ্মীর হাউজফুল, দু'দিনে ২০০ কোটির ব্যবসা, দেশজুড়ে যে ম্যাজিক ছড়াচ্ছে 'পাঠান'

Pathaan Housefull in Kashmir 32 Years : ৩২ বছর পর এমন দৃশ্য দেখানোর জন্য শাহরুখ, দীপিকা, জন সহ গোটা টিমকেই ধন্যবাদ জানিয়েছে আইনক্স।

২৫ জানুয়ারি পেরিয়ে গিয়েছে অনেকক্ষণ। তবুও ‘ঝড়’ থামছে না। ঝড় বলা ভালো, না ‘ঘূর্ণিঝড়’? ঠিক এটাই তো এতদিন ধরে চাইছিল বলিউড। তাদের ‘বাদশাহ’-এর ওপরেই ছিল যাবতীয় আশা ভরসা। আর তিনিও হতাশ করলেন না। ভারতের প্রতিটি রাজ্য তো বটেই, গোটা বিশ্বেই দাপট দেখাচ্ছে শাহরুখ খানের ‘পাঠান’। অ্যাকশন সিনেমার উত্তেজনা, শাহরুখের ক্যারিশমা, দীপিকার মোহময়ী অবতার, জন আব্রাহামের তুখোড় পারফর্মেন্স – বলিউডি মেইনস্ট্রিম ছবি ঠিক যেমনটি হওয়া উচিত, তেমনটিই হয়েছে ‘পাঠান’।

তার প্রমাণ? বক্স অফিসে একের পর এক রেকর্ড তৈরি করছে এই সিনেমা। বক্স অফিসের হিসেব বলছে, মুক্তির আগেই কয়েক কোটির ব্যবসা করেছিল ‘পাঠান’। অ্যাডভান্স বুকিংয়ের ঝড় সামলে উঠে মুক্তির পর সেই মাত্রা আরও বৃদ্ধি পায়। বিশেষজ্ঞরা বলছেন, প্রথম দিন বিশ্বজুড়ে ‘পাঠান’ ১০৬ কোটি টাকা অ্যাঁয় করেছিল। তার পরদিন ছিল ছুটির দিন। ২৬ জানুয়ারি। সেদিন এই সংখ্যাটা আরেকটু বাড়ে। দ্বিতীয় দিন ‘পাঠান’ অ্যাঁয় করেছিল প্রায় ১১৩ কোটি ৬০ লক্ষ টাকা। সব মিলিয়ে প্রথম দু’দিনেই ‘পাঠান’-এর ঘরে ঢুকেছে ২১৯ কোটি ৬০ লক্ষ টাকা! এরপর আরও অনেকগুলি দিন আছে। রয়েছে শনি ও রবিবারগুলি। দু’দিনেই যদি ২০০ কোটি ছাড়িয়ে যায়, তাহলে বাকি দিনগুলোয় কী হবে!

আপাতত এই ছবিতেই আশার আলো দেখছে বলিউড। ২০২২ সাল বলিউডের সেভাবে ভালো যায়নি। দক্ষিণ ভারতের একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা কার্যত রাজত্ব করেছে দেশে। দক্ষিণের সিনেমা ‘RRR’ পৌঁছে গিয়েছে গোল্ডেন গ্লোব, অস্কারের মতো মঞ্চেও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা ‘কিক’-এর দরকার ছিল বলিউডের। ২০২৩-এর শুরুতেই সেই কাজটা করে দিলেন শাহরুখ খান। এই বছরের মাঝামাঝি সময় তাঁর আরও একটি ছবি মুক্তি পাবে। সামনেই আসছে সলমন খানের সিনেমা। কাজেই বলিউডের এখন ‘স্বপ্ন দেখার পালা’…

আরও পড়ুন : ‘পাঠান’-এর কামাল! মুক্তির দিনই ভারতের সিঙ্গল স্ক্রিনে যে ম্যাজিক করলেন শাহরুখ খান

তবে তিনি যে শাহরুখ খান! বাদশাহ! একের পর এক কৃতিত্ব তৈরি করেই চলেছেন তিনি। দীর্ঘদিন হিট সিনেমা আসেনি। ‘পাঠান’ যে কেবল বক্স অফিস কাঁপাল, তাই নয়। ছোটখাটো বিপ্লবও করেছে। কীরকম? সেই খবর জানতে গেলে চলে যেতে হবে কাশ্মীরে। ‘পাঠান’-এর ঢেউ পৌঁছে গিয়েছে ভূস্বর্গেও। সেখানেই ৩২ বছর পর কোনও সিনেমা হাউজফুল হল! ‘হাউজফুল’ লেখা বোর্ড পড়ল সিনেমাহলের বাইরে! কারণ? ‘পাঠান’…

৩২ বছরে কেউ কথা রাখুক আর না রাখুক, কাশ্মীরের ওপর দিয়ে একের পর এক ঝড় বয়ে গিয়েছে। রাজনৈতিক পরিস্থিতি, যুদ্ধ, সন্ত্রাসবাদী হামলা, কাশ্মীরী পণ্ডিতদের বিতরণ, হত্যা – অজস্র কারণে শিরোনামে এসেছে ভূস্বর্গ। কিন্তু এর বাইরেও তো একটা জীবন আছে সেখানে! রয়েছে সাধারণ মানুষেরা। তাঁরাও তো একটু বাঁচতে চান। অবস্থা এমনই হয়ে গিয়েছিল যে, ৩২ বছর ধরে কোনও সিনেমা হাউজফুলই হয়নি।

আরও পড়ুন : “সফল হতে গেলে…”, দশ গোলে খেলা জিতে যে মন্ত্র দিচ্ছেন শাহরুখ

সেই পরিস্থিতির বদল ঘটালেন শাহরুখ খান। বদল ঘটাল ‘পাঠান’। শ্রীনগরের আইনক্স সিনেমাহলে ভিড় করে সিনেমা দেখতে আসেন ভূস্বর্গের বাসিন্দারা। দেখতে দেখতে অবস্থা হাউজফুলের দিকে এগিয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে পোস্টও করে আইনক্স কর্তৃপক্ষ। ৩২ বছর পর এমন দৃশ্য দেখানোর জন্য শাহরুখ, দীপিকা, জন সহ গোটা টিমকেই ধন্যবাদ জানিয়েছে তারা। মাত্র একটা দিনের ব্যাপার নয়, হাউজফুল এখনও হয়েই যাচ্ছে। উল্লেখ্য, মুক্তির দিনই ২৫টি বন্ধ হয়ে যাওয়া সিঙ্গল স্ক্রিন থিয়েটার খুলে যায় ‘পাঠান’-এর জন্য। এভাবেই পরিবর্তন আসছে। যার শরিক হচ্ছেন খোদ কিং খান!

More Articles