খেলবেন না শাকিব, অনিশ্চিত লিটনও, আইপিএলের শুরু থেকেই বিপাকে কেকেআর?

Shakib Al Hasan KKR IPL : বাংলাদেশের বিখ্যাত এই দুই ক্রিকেটার চলতি আইপিএলে দলে জায়গা পেয়েছিলেন। ইতিমধ্যেই আইপিএল অভিযান শুরু হয়ে গিয়েছে কেকেআরের।

দুজনেই বিশ্বমানের ক্রিকেটার। আন্তর্জাতিক স্তরে একের পর এক চমকপ্রদ ইনিংস খেলেছেন। আর সেই ঝা চকচকে ইনিংস দেখেই তাঁদের দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই সিদ্ধান্তই এখন ব্যুমেরাং হয়ে ফিরে আসছে তাদের দিকে। কথা হচ্ছে শাকিব আল হাসান আর লিটন দাসকে নিয়ে। বাংলাদেশের বিখ্যাত এই দুই ক্রিকেটার চলতি আইপিএলে কেকেআরের দলে জায়গা পেয়েছিলেন। ইতিমধ্যেই আইপিএল অভিযান শুরু হয়ে গিয়েছে কেকেআরের। আর যাত্রা শুরুর প্রথমেই এই দুই খেলোয়াড়ের খেলাটাই একপ্রকার অনিশ্চিত হয়ে গেল।

সাম্প্রতিক টি-২০ ক্রিকেটে লিটন দাসের পারফর্মেন্স ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশের অন্যতম প্রধান ব্যাটিং স্তম্ভকে পেলে কেকেআরের লাইনআপও বেশ শক্তপোক্তই হতো। অন্যদিকে ছিলেন শাকিব আল হাসান। কেকেআরের হয়ে আগেও খেলেছেন তিনি। বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার, বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার কার্যত নাইটদের ঘরের ছেলে। কাজেই এই দুই খেলোয়াড়ের দিকে চোখ রেখেছিল কেকেআর কর্তৃপক্ষ। কিন্তু সেখানেই শুরু হল সমস্যা।

এই মুহূর্তে বাংলাদেশ বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। তার মধ্যে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজও রয়েছে। এদিকে এই বছরই বিশ্বকাপের আয়োজন। কাজেই প্রতিটি খেলোয়াড়ের দিকে বাড়তি নজর রাখছে প্রতিটি দেশের বোর্ডই। আপাতত যা শোনা যাচ্ছে, দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য শাকিব আর লিটনকে আইপিএলের জন্য ছাড়তে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘটনা এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে, শাকিবের কেকেআরের শিবিরে যোগ দেওয়ার সম্ভাবনা একেবারেই অস্তাচলে। এবছরের মতো তাঁকে আর পাচ্ছে না নাইট শিবির। সংশয় রয়েছে লিটন দাসকে নিয়েও। তবুও অন্তত একজনের ওপর ক্ষীণ সম্ভাবনা জিইয়ে রেখেছে নাইটরা।

কিন্তু ভেতরে ভেতরে বইছে অন্য চোরাস্রোত। জানা যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যত জোর করেই শাকিব আর লিটনকে দেশের টিমে রেখে দিচ্ছে। বেশ কয়েকবার কথাবার্তা হওয়ার পরও কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। বরং পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য, শাকিব আল হাসান আর লিটন দাস দুজনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার ওপর দুজনেই অধিনায়ক আর সহ অধিনায়কের জায়গায়। শাকিব আর লিটন টেস্ট ম্যাচ খেলে নাইট শিবিরে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানেও বড়সড় প্রশ্নচিহ্ন রেখে দিয়েছে।

সব মিলিয়ে প্রবল দোটানায় কেকেআর শিবির। শাকিব যে আসতে পারছেন না, সেটা প্রায় নিশ্চিত। লিটন দাসকে নিয়ে সামান্য হলেও আশা রাখছে কেকেআর। এদিকে ডিআরএসের জন্য প্রথম ম্যাচ হেরে আইপিএল যাত্রা শুরু করেছে নাইটরা। চোটের জন্য শ্রেয়াস আইয়ারও খেলতে পারছেন না। চোট আঘাতের সমস্যা এমনিতেই রয়েছে। সেখানে আগামী ম্যাচগুলো কী হবে, সেটা নিয়েই চিন্তায় কেকেআর। শাকিব আর লিটন দুজনেই না এলে পরিবর্ত হিসেবে অন্য বিদেশি খেলোয়াড় নিতে হবে। এই মুহূর্তে সেরকম ভালো ক্রিকেটার পাওয়াও যাবে না। সব মিলিয়ে কলকাতা নাইট রাইডার্সের কপালে ভাঁজ আরও একটু বাড়ল। কী হবে এবারের আইপিএলের ভবিষ্যৎ? ট্রফির খরা কি কাটবে? ভক্তরা সেদিকেই তাকিয়ে রয়েছেন।

More Articles