KIFF 2023: প্রকৃতির কথা বলতে আসছে একগুচ্ছ ছবি, নতুন বিভাগে সাজল চলচ্চিত্র উৎসব

Kolkata Film Festival 2023: এ বছরই প্রথম বার পরিবেশ সংক্রান্ত একটি নতুন বিভাগ চালু করা হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। যেখানে দেশবিদেশের মোট পাঁচটি সিনেমা দেখানো হবে।

পৃথিবীটা যে পাখি গাছ মানুষ সব্বার, সে কথাটা প্রায়শই ভুলে যাই আমরা। তাই অবাধে গাছ কাটি, পুকুর বুজিয়ে গড়ে তুলি শপিং মল। সভ্যতা এগিয়ে চলে। সেই শপিং মলের এক কোণায় বিলাসবহুল মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যাই। সিনেমা বিনোদনের, সেই সিনেমা মানুষের কথা বলে, সমাজের কথা বলে, রাজনীতির কথা বলে, আবার পরিবেশের কথাও বলে। যে পরিবেশ নিয়ে উদ্বিগ্ন গোটা দুনিয়ার তাবড় পরিবেশবিদেরা। এবার সেই প্রকৃতি, পরিবেশের কথা উঠে এল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে। পরিবেশ নিয়ে প্রথম বার একটি সম্পূর্ণ আলাদা বিভাগ শুরু হতে চলেছে এ বছর। যেখানে দেখানো হবে বিভিন্ন ভাষার পাঁচ-পাঁচটি ছবি। সবকটি ছবিরই বিষয় পরিবেশ।

৫ ডিসেম্বর, মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হচ্ছে ২৯তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এইদিন বিকেল চারটে নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু উৎসবের। প্রতিবছরই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে উপস্থিত থাকেন একঝাঁক তারকা। না, শুধু টলিউড নয়, বলিউডের চেনা মুখেদেরও লক্ষ্য করা যায় অনুষ্ঠানে। গত কয়েক বছর ধরে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানকে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছে দর্শক। তবে এ বছর প্রথা ভেঙেই চলচ্চিত্র উৎসবে থাকতে পারছেন না বলিউডের বাদশা ও শাহানশাহ। তার বদলে অবশ্য থাকছেন বলিউডের ভাইজান। সম্ভবত এই প্রথম বার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল পেতে চলেছে সলমন খানকে। পাশাপাশি থাকছেন কমল হাসন, অনিল কপূর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহার মতো একঝাঁক জনপ্রিয় মুখ। উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানে নৃত্য পরিবেশন করবেন সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। গানটি গেয়েছে পলক মুচছল। অনুষ্ঠানে হাজির থাকার কথা সৌরভ গাঙ্গুলিরও।

আরও পড়ুন: দেশের প্রথম মহিলা সিনেমাওয়ালা, স্পর্ধার নাম ফতমা বেগম

মঙ্গলবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে উত্তম-তনুজা অভিনীত কালজয়ী ছবি 'দেয়া-নেয়া' দিয়েই শুরু হতে চলেছে ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসব। সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিটি এ বছর ৬০ বছর পূর্ণ করেছে। আর সেই উপলক্ষেই বিশেষ সম্মান জানানো হচ্ছে ছবিটিকে। ৫ তারিখ থেকে ডিসেম্বরের ১২ তারিখ পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। এ বছর ৩৯ টি দেশের মোট ২১৯ টি ছবি দেখানো হবে চলচ্চিত্র উৎসবে। এর মধ্যে রয়েছে ১৬৯ টি পূর্ণদৈর্ঘ্যের ছবি এবং ৫০ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র। ফিল্ম ফেস্টিভ্যালের এবছরের ক্যাচ লাইন বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ। সব মিলিয়ে মোচ ২৩টি ভেন্যু বেছে নেওয়া হয়েছে। এবছর নন্দন ১, ২, ৩, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন ছাড়াও নবীনা, স্টার, রাধা স্টুডিও, সাউথ সিটি আইনক্স, প্রাচী সিনেমা, বিজলি, মিনার,অশোকা, মেনকা, রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুল তীর্থ ১, ২, অজন্তা, মেট্রো, মানি স্কোয়ার, নিউ এম্পায়ার কোয়েস্ট মল, নবীনা সিনেমা হলে ছবি প্রদর্শিত হবে৷ শুধু ডেলিগেটস কার্ড বা মিডিয়ার কার্ড হোল্ডাররাই নন, যে কেউই কিন্তু এই সব ছবি সিনেমা হলে গিয়ে দেখতে পারবেন, তা-ও আবার সম্পূর্ণ বিনামূল্যে৷ তবে সময়ের মধ্যে পৌঁছে যেতে হবে প্রেক্ষাগৃহে৷ টিকিট কাউন্টার থেকে ফ্রি পাস সংগ্রহ করে সেই পাস দেখিয়ে সিনেমা দেখতে পারবেন যে কোনও সাধারণ দর্শকই৷

এবছরই প্রথম বেঙ্গলি প্যানোরামা বিভাগে শুরু হয়েছে প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার পুরস্কারের মূল্য ৭ লক্ষ টাকা। এছাড়াও বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা থাকবে এবং আর্থিক পুরস্কারও প্রদান করা হবে। এর পাশাপাশি এ বছরই প্রথম বার পরিবেশ সংক্রান্ত একটি নতুন বিভাগ চালু করা হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। যেখানে দেশবিদেশের মোট পাঁচটি সিনেমা দেখানো হবে। 'অল দ্যাট ব্রিদস', 'অ্যান্টাকর্টিকা কলিং', 'ইথুভারে', 'কলমকাঠি' এবং 'তিম্মানা মোট্টেগালু'। 'অল দ্যাট ব্রিদস' নামে যে ছবিটি জায়গা করে নিয়েছে চলচ্চিত্র উৎসবে, সেটি পরিচালনা করেছেন শৌনক সেন নামে এক ভারতীয় পরিচালক। মূলত পাখিদের নিয়ে এই তথ্যচিত্র। ৯১ মিনিটের এই হিন্দি ছবিটি ৭ ডিসেম্বর দুপুর ১:৩০ মিনিটে দেখানো হবে রাধা স্টুডিয়োতে এবং ৯ ডিসেম্বর বিকেল ৩:৩০ মিনিটে বিজলি সিনেমাতে। নয়া দিল্লির দূষণ কীভাবে সেখানকার জীবকূলের ক্ষতি করে চলেছে, সেই দিক তুলে ধরা হয়েছে এই ছবিতে। 'জো জো চিজে শ্বাস লেতি হ্যায়, উনমে কোই ফরক নেহি দিখনা চাহিয়ে।' বহুল চর্চিত এই ডকুমেন্টারির ট্রেলারের শেষে রয়েছে কথাটি। বাংলায় যার মোটামুটি মানে দাঁড়ায়, সব প্রাণীরই ভালোভাবে বাঁচার অধিকার রয়েছে।

 

এছাড়া রয়েছে ফ্রান্সের পরিচালক লুক জ্যাকুয়েটের ৮৩ মিনিটের ছবি 'আন্টার্কটিকা কলিং'। ৭ ডিসেম্বর নিউ এম্পায়ারে বিকেল চারটে নাগাদ এবং ৮ ডিসেম্বর দুপুর দেড়টা নাগাদ ১.৩০ মিনিটে রাধা স্টুডিওতে প্রদর্শিত হবে ছবিটি। দক্ষিণ মেরুর একটি বিলুপ্তপ্রায় মহাদেশ আন্টার্কটিকার বাসিন্দা পেঙ্গুইনরাই এই ছবির বিষয়। ভারতীয় পরিচালক অনিল থমাসের ১২৭ মিনিটের মালয়ালম ছবি 'ইথুভারে' দেখানো হবে ১১ ডিসেম্বর বিকেল ৪টে নাগাদ রাধা স্টুডিয়োতে। ভারতীয় এবং বাঙালি পরিচালক বিপ্লব দাসের ৮০ মিনিটের ছবি 'কলমকাঠি' দেখানো হবে ৭ ডিসেম্বর বিকেল ৩:৩০ মিনিটে। বাংলার চাষীদের নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি। পাশাপাশি, ভারতীয় পরিচালক রক্ষিত তীর্থহালির ১০১ মিনিটের কন্নড় ভাষার ছবি 'তিম্মানা মোট্টেগালু' ৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় দেখানো হবে মেনকা সিনেমাতে।

আরও পড়ুন: সিনেমাপাগল শৈশবের আশ্চর্য গল্প! অস্কারের দৌড়ে শামিল এই ভারতীয় ছবি কেন দেখবেন

সব মিলিয়ে কলকাতা চলচ্চিত্র উৎসবে নতুন মাত্রা সংযোজন করতে চলেছে এই বিভাগটি। পরিবেশবিদ স্বাতী চক্রবর্তীর কথায়, সচেতনতার প্রয়োজন তো সব জায়গাতেই। সেখানে দাঁড়িয়ে চলচ্চিত্র উৎসবে এই উদ্যোগ মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিতে সাহায্য করবে বলেই মনে করছেন তিনি। আসলে যে কোনও কিছু চোখে দেখলে তার প্রভাব অনেকটাই বেশি হয়। পরিবেশ, প্রকৃতিকে বাঁচানোর ক্ষেত্রে, সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে এই ছবিগুলি তেমনই ভূমিকা পালন করবে বলে আশাবাদী অভিজ্ঞ মহল।

More Articles