শাহী ইদগাহ না শ্রীকৃষ্ণ জন্মভূমি: ইতিহাস জানুন

Temple Land Dispute: মথুরার শাহী ইদগাহ মসজিদের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে একটি আবেদনপত্র জমা দিয়েছে হিন্দুদের একাংশ। তাদের দাবি, এই মসজিদটিও হিন্দু মন্দির ধ্বংস করে গড়ে তোলা হয়েছে। কী বলছে ইতিহাস? তথ্য কী বলছে?

সম্প্রতি, মথুরার শাহী ইদগাহ মসজিদের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে একটি আবেদনপত্র জমা দিয়েছে হিন্দুদের একাংশ। তাদের দাবি, এই মসজিদটিও হিন্দু মন্দির ধ্বংস করে গড়ে তোলা হয়েছে। পুনরায় জরিপের আবেদন জানিয়ে আবেদনপত্রটিতে লেখা হয়েছে, "ইতিহাসটা‌ সবারই জানা, ঔরঙ্গজেবের আমলে বহু হিন্দু মন্দির গুঁড়িয়ে দেওয়া হয়। সে সময়ে শ্রীকৃষ্ণের জন্মস্থানের উপর অবস্থিত মন্দিরটিও ভেঙে ফেলা হয়েছিল।" এর ওপরেই ১৬৭০ সালে শাহী ইদগাহ মসজিদ গড়ে তোলা হয় বলে দাবি তাদের। এলাহাবাদ হাইকোর্ট জরিপের রায় দিয়েছে। ১৫ ডিসেম্বর সেই রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। আসলে কী বলছে ইতিহাস? তথ্যই বা কী বলছে? আজ থেকে ঠিক দু হাজার বছর আগে, প্রথম শতাব্দী নাগাদ, এই স্থানে প্রথম বৈষ্ণব মন্দিরটি গড়ে ওঠে। সেই মৌর্য রাজাদের আমল থেকেই ব্রজের যমুনাতীরে মথুরা শহরটি ব্যবসাবাণিজ্যের ও প্রশাসনিক কাজকর্মের কেন্দ্র হয়ে উঠেছিল। সেই মথুরার সবথেকে গুরুত্বপূর্ণ তীর্থস্থান শ্রীকৃষ্ণের জন্মভূমি। এ ডব্লিউ এন্টউইসলের মতে, এ অঞ্চলের প্রথম মন্দিরটি প্রথম শতাব্দী নাগাদ গড়ে ওঠে। এরপরে ৪০০ খ্রিস্টাব্দ নাগাদ, সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের আমলে, সেটিকেই বিশালাকারে নির্মাণ করা হয়। কিন্তু ব্রিটিশ শাসিত ভারতের প্রথম…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles