গুটি গুটি পায়ে ঢুকছে বর্ষা! শেষ দফার ভোটে ভিজবে বাংলা?

Rain Forecast:শনিবারই লোকসভার সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট। এদিকে আবহাওয়া দফতর বলছে, শনিবার থেকেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দিন কয়েক আগেই রেমাল ঘূর্ণিঝড় তাণ্ডব দেখিয়েছে দুই বাংলায়। রেমালের দাপটে পণ্ড হতে পারে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন, এমন একটা আতঙ্ক ছিলই। তবে সেই নির্বাচন উতরে গিয়েছে নিরাপদেই। এবার সপ্তম দফা নির্বাচনের ঠিক আগে ফের বৃষ্টির ভ্রূকূটি। গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। আবহাওয়া দফতর জানাচ্ছে, রেমালের কারণে নয়। আসলে উত্তর ভিজছে প্রাক বর্ষার বৃষ্টিতে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের পাঁচ জেলায় জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতাও। ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে কেরলে। শেষ দফার লোকসভা নির্বাচন কি কাটতে চলেছে ঝড়বৃষ্টিতেই? কী বলছে হাওয়া অফিস?

বৃহস্পতিবার রাতেই আকাশ ফাটিয়ে বৃষ্টি নেমেছে দক্ষিণ বঙ্গে। ভিজেছে কলকাতাও। রাতের বৃষ্টির পর শুক্রবারও সারাদিন মুখ ভার ছিল আকাশের। গত দু'দিনের অস্বস্তিকর গরমের হাত থেকে রেহাই দিয়ে ঝিরঝির করে বৃষ্টিও হয়েছে মাঝেমধ্যেই। হাওয়া অফিস জানিয়েছে, একদিনে প্রায় সাড়ে ৬ ডিগ্রি কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। আগে যা ছিল ৩০.২ ডিগ্রি, তাই শুক্রবার নেমে হয়েছে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। সকালে পাওয়া খবর অনুযায়ী, আলিপুরে বৃষ্টি হয়েছে ৫৩.৬ মিলিমিটার।

আরও পড়ুন: দেশে এবার আগাম বর্ষা? ভোটের শেষ দিন এবং গণনাতে ভিজবে কোন কোন জেলা?

নির্ধারিত সময়ের দশ দিন আগেই কেরলে বর্ষা ঢুকে পড়েছে বৃহস্পতিবার। কেরলের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতেও প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। রবিবারের মধ্যে বর্ষা ঢোকার কথা উত্তরবঙ্গেও। ইতিমধ্যেই উত্তরবঙ্গে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। আগামী ৫ দিন উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিনও উত্তরের তিন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। কমলা সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইবে। আগামী চার থেকে পাঁচদিন দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টি তে পারে। নতুন মাসের শুরুতে আবার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরে। তবে এ বছর স্বাভাবিকের চেয়ে উত্তর- পূর্ব ভারতে সামান্য কম বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে।

শনিবারই লোকসভার সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট। এদিকে আবহাওয়া দফতর বলছে, শনিবার থেকেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলের কয়েকটি জেলায় দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। গতিবেগ থাকতে পারে প্রায় ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বাকি জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকছে বজ্রপাতের আশঙ্কাও। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা ও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, এই তিন জায়গাতেই ভোট রয়েছে শনিবার।

আরও পড়ুন: ৫২.৯ ডিগ্রি সেলসিয়াস! দিল্লিতে ভারতের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার কারণ কী?

ইতিমধ্যেই সব ধরনের প্রাকৃতিক বিপর্যয় এড়াতে কোমর বেঁধেছে প্রশাসন এবং নির্বাচন কমিশন। উপকূল ও নদীসংলগ্ন ভোটকেন্দ্রগুলিতে ভোটকর্মীদের জন্য ব্যবস্থা করা হয়েছে লাইফ জ্যাকেট ও এলইডি ইমার্জেন্সি লাইটের। প্রস্তুত রাখা হচ্ছে জেনারেটর। প্রয়োজনে ১০০% ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে কমিশনের তরফে। সব মিলিয়ে আবহাওয়ার ভ্রূকূটিতে লোকসভার শেষপর্ব ভালো ভাবে কাটলে হয়! বৃষ্টির জন্য ভোট বানচাল হবে কিনা, বানচাল না হলেও খারাপ আবহাওয়ায় ভোটারদের তেমন সাড়া মিলবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে বলেই মনে করা হচ্ছে।

More Articles