বিশ্বকাপ ফাইনালে খেলছেন না মেসি? অনুশীলনে অনুপস্থিতি বাড়াচ্ছে জল্পনা

Fifa WorldCup2022 : দুশ্চিন্তা তো ছিল আগে থেকেই উপরন্তু এই অনুপস্থিতিতে মেসিদের নিয়ে চিন্তা বেড়ে গেল গোটা বিশ্বের আর্জেন্টিনার সমর্থকদের

রাত পেরোলেই ফাইনাল। বছর চারেকের প্রতীক্ষা আর এক মাসের উত্তেজনার সমাবর্তন। কাতারের ময়দানে কাল সম্মুখ সমরে আর্জেন্টিনা বনাম ফ্রান্স। পক্ষেই এখন উত্তেজনা তুঙ্গে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতিও। জোরদার অনুশীলনে যখন সকরি ঝালিয়ে নিচ্ছেন ঠিক তখনই তাদের ভিড়ে দেখা গেল না কাঙ্ক্ষিত তারকাকে। লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে শুরু থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। একদিকে এটাই তাঁর শেষ বিশ্বকাপ, অন্যদিকে নতুন রেকর্ডের নজির, সবকিছু নিয়েই শিরোনাম দখল করেছেন তারকা ফুটবলার মেসি। একটা একটা ধাপ নিপুণ দক্ষতায় পর করে ফাইনালের খুব কাছাকাছি তিনি। স্বাভাবিকভাবেই অনুরাগীদের নজর এখন গ্রাস করে তাঁকে। কিন্তু তিনিই কিনা নেই শেষ মুহূর্তের প্রস্তুতি শিবিরে? এ ঘটনায় শুরু হয়েছে জল্পনা। ভ্রু কুঁচকে কেউ ভাবছেন হয়তো ফাইনালের আগে বিশ্রাম দিচ্ছেন শরীরকে, কেউ আবার সিঁদুরে মেঘ দেখে ডরাচ্ছেন। তাহলে কি মাঠে নামবেন না মেসি?

প্রশ্নগুলোর উত্তর খোঁজা ছাড়া উপায় নেই। কারণ একটাই, দেশের পাহাড় প্রমাণ আকাঙ্খা আর স্বপ্নের ভার কাঁধে নিয়ে মেসি কাতারে নোঙর ফেলেছিলেন যখন, তখনই তিনি জানতেন এটাই অন্তিম সুযোগ স্বপ্ন পূরণের। শেষবেলায় তাই জানকবুল লড়াই করেছেন তিনি। জাত চিনিয়ে দিয়েছেন বারংবার। সময় যতোই এগিয়েছে আরও জেতার খিদে বেড়েছে মেসির, খিদে বেড়েছে দর্শকদেরও। অথচ এই সব আকাঙ্ক্ষা, উত্থেজিনের মধ্যেই শুক্রবার সন্ধ্যায় কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে অনুশীলন শিবিরে দেখা গেল না তাঁকে। জানা যায়, গতদিন অর্থাৎ বৃহস্পতিবারও অনুশীলন করেননি মেসি। কেবল কয়েক পাক হেঁটে ঘরে ফিরে গিয়েছিলেন। কিন্তু এদিন একেবারেই মাঠে এলেন না তিনি। এ ঘটনা সানে আসতেই রহস্য আরও ঘনীভূত হয়।

আরও পড়ুন - মেসিকে চূড়ান্ত অপমান করছিলেন মারাদোনা? কোন শিক্ষা দিতে চেয়েছিলেন

এবারের বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই নানা সমস্যায় জর্জরিত ছিল আর্জেন্টিনা। একাধিক তারকার চোট পাওয়ার খবরও এসেছে নিয়ত। এমনকী আর্জেন্টিনা সহ ঠান্ডা মাথার মেসিকে বিতর্কেরও সম্মুখীন হতে হয়েছে ইতিমধ্যেই। দুশ্চিন্তা তো ছিল আগে থেকেই উপরন্তু এই অনুপস্থিতিতে মেসিদের নিয়ে চিন্তা বেড়ে গেল গোটা বিশ্বের আর্জেন্টিনার সমর্থকদের। তার ওপর জানা যায়, শুধু মেসি একা নন, অনুশীলনে গরহাজির ছিলেন তারকা ফুটবলার দি মারিয়াও।

আর্জেন্টিনার আসন্ন ভবিষ্যত নিয়ে যখন চিন্তিত অনুরাগীরা তখনই জানা গেল, যেহেতু অনুশীলনের জন্য নির্ধারিত মাঠটি খুবই শক্ত তাই প্রথমেই সেখানে প্রস্তুতিতে নামানোর ঝুঁকি নিতে চাননি স্বয়ং কোচ। জল দিয়ে ভিজিয়ে নরম করা পর নেমেছেন খেলোয়াড়রা। কিন্তু মেসি নামেননি। জানা যাচ্ছে, এতদিন ম্যাচ খেলে শরীরে যে ক্লান্তি জমা হয়েছে তাকে মুক্তি দিতেই এই পন্থা। যাতে ফাইনালের মঞ্চে নতুন উদ্যমে নামতে পারেন তাই বিরতি দিয়েছেন শরীরকে। প্রতিপক্ষকে ঘায়েল করার নতুন অস্ত্র সাজাতে শরীরকে সম্পূর্ণ ক্লান্তি মুক্ত করে চাঙ্গা করে নিচ্ছেন তিনি। ওঁদের সুরক্ষার কথা মাথায় রেখেই অনুশীলনে ডাকা হয়নি মেসি এবং দি মারিয়াকে, এমনটাই জানিয়েছেন টিম ম্যানেজমেন্টের এক সদস্য। যদিও অন্য একটি গুজবও সিন গিয়েছে ইতিমধ্যেই, সেটি হল মেসি নিজের প্রস্তুতি সারছেন আড়ালে। খানিকটা মেঘনাদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন তিনি। তাই মাঠের বদলে বিশ্ববিদ্যালয়ের জিমে অনুশীলন করছেন মেসি।

কিন্তু এসবের মধ্যেও সিঁদুরে মেঘ দেখছেন অনুরাগীরা। হ্যামস্ট্রিং পেশির একটি চোটে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন মেসি। ওই চোট নিয়েই খেলেছেন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। গোল করে এগিয়ে দিয়েছেন দলকে। কিন্তু ফাইনালের আগে কি সেই চোট আরও বাড়ল? চিন্তার ভাঁজ পড়েছে অনেকেরই কপালে। প্রিয় তারকাকে মাঠে দাপিয়ে বেড়াতে দেখার যে আশায় বুক বেঁধে রয়েছেন সকলে সেই আশাকে বাস্তবায়িত হতে না দেখা পর্যন্ত শান্তি নেই।

More Articles