'মির্জাপুর'-এর পুলিশের চরিত্র দিয়েছিল খ্যাতি, অকালেই চলে গেলেন পর্দার 'সিন্দবাদ' শাহনওয়াজ

Mirzapur Actor Shahnawaz Pradhan Death : মির্জাপুর-৩ নিয়ে গোটা ভারতের উৎসাহ তুঙ্গে। তারইমধ্যে না ফেরার দেশে চলে গেলেন শাহনওয়াজ প্রধান।

শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে বলিউডের একটি বিশেষ পুরস্কার প্রদানের অনুষ্ঠান চলছিল। নামী তারকা, অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজক সবাই সেখানে উপস্থিত ছিলেন। সেখানেই নিজের অভিনয়ের জন্য পুরস্কার পান শাহনওয়াজ প্রধান। এই নাম বললে অনেকে না-ও চিনতে পারেন। আচ্ছা, ‘মির্জাপুর’-এর সেই পুলিশ অফিসার ‘গুপ্তাজি’-কে মনে আছে নিশ্চয়ই? সেই অফিসারের চরিত্রেই খুব ভালো অভিনয় করেছিলেন শাহনওয়াজ প্রধান। কিন্তু সেই অনুষ্ঠানে পুরস্কার পাওয়ার পরই সমস্ত ছবিটা বদলে গেল।

পুরস্কার পাওয়ার পরই বুকের বাঁ দিকে ব্যথা অনুভব করছিলেন শাহনওয়াজ প্রধান। তারপরই হঠাৎ সেই ব্যথা বেড়ে যায় অনেকটা। অনুষ্ঠানের সময়ই অজ্ঞান হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়েও যাওয়া হয়। কিন্তু কিছুই করার ছিল না। মাত্র ৫৬ বছর বয়স হয়েছিল তাঁর। মির্জাপুর-৩ নিয়ে গোটা ভারতের উৎসাহ তুঙ্গে। তারইমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন শাহনওয়াজ প্রধান।

ষাটের দশকে রায়পুরে জন্ম নিয়েছিলেন তিনি। ‘মির্জাপুর’ তাঁকে খ্যাতির চূড়ায় পৌঁছে দিলেও, সিনে জগতে একেবারে অপরিচিত ছিলেন না শাহনওয়াজ প্রধান। মির্জাপুরের আগে আপামর ভারতের কাছে তাঁর পরিচয় ছিল ‘সিন্দবাদ’ হিসেবে। ১৯৯৩ থেকে ১৯৯৭ – এই কয়েকটি বছরে টিভি পর্দায় সম্প্রচারিত হতো ‘আলিফ লায়লা’। যার চিত্রনাট্যকার ছিলেন রামানন্দ সাগর, সঙ্গীত পরিচালক ছিলেন রবীন্দ্র জৈন। নব্বইয়ের দশকে যারা বেড়ে উঠেছেন, তাঁদের কাছে এই টিভি সিরিজটি একটি নস্টালজিয়া। আজও ‘আলিফ লায়লা’-র সঙ্গীত, আবহ অনেকের কানে ভেসে আসে। সেই নস্টালজিয়ারই এক অংশ ছিলেন শাহনওয়াজ প্রধান। এই বিখ্যাত সিরিজে তিনি ‘সিন্দবাদ’-এর চরিত্রে অভিনয় করেছিলেন।

রামানন্দ সাগরের আরেকটি বিখ্যাত টিভি সিরিয়াল ‘শ্রীকৃষ্ণ’-তেও অভিনয় করেছিলেন তিনি। ‘ব্যোমকেশ বক্সি’, ‘ফ্যান্টম’, ‘রইস’-এর মতো সিনেমাতেও কাজ করেছেন শাহনওয়াজ। তবে তাঁর আরও একটি কাজের কথা অনেকেই হয়তো জানেন না। বলিউডের অন্যতম ভয়েস ওভার আর্টিস্টও ছিলেন তিনি। একের পর এক বিখ্যাত হলিউড ছবির ডাবিং করেছেন তিনি। সেই তালিকায় রয়েছে ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’, ‘ক্রনিকলস অফ নারনিয়া’-এর মতো বিশ্বখ্যাত ছবিও।

দীর্ঘদিন ধরে ‘ব্যাটম্যান’-এর সিনেমা, সিরিজেও ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করেছেন তিনি। ব্যাটম্যান বা ব্রুস ওয়েনের ‘ডানহাত’ অ্যালফ্রেডের ভূমিকায় ডাবিং করেছেন তিনি। ১৯৮৯-র ‘ব্যাটম্যান’ থেকে ২০১২-র ‘ডার্ক নাইট রাইজেস’ – টানা কাজ করে গিয়েছেন তিনি। তারপর এল ‘মির্জাপুর’। নতুন ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখা প্রজন্ম শাহনওয়াজ প্রধানকে নতুন করে চিনল। তাঁর অভিনয় মুগ্ধ করল অসংখ্য মানুষকে। কিন্তু মাত্র ৫৬ বছর বয়সেই যে শাহনওয়াজের জীবনদীপ নিভে যাবে, ভাবতে পারেননি কেউ। তাঁর সহ-অভিনেতারাও এমন আকস্মিক খবর শুনে ভেঙেই পড়েছেন।

More Articles