মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচে কেন গ্রেফতার হলো ৮১ জন?

Mohun Bagan East Bengal Durand 2023: কোথাও যে একটা গলদ রয়েছে তা প্রমাণ হয়ে যায় ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগেই।

১৭ বার! বাংলার ফুটবল জগতের সবচেয়ে ঐতিহাসিক, সবচেয়ে বিতর্কিত, সবচেয়ে চর্চিত কাপটি ১৭ বার নিজেদের ঘরে তুলেছে মোহনবাগান। দিমিত্রি পেত্রাতোসকে ঘিরে এখন হইহই! কলকাতায় ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা মানে সেদিন বাকি সব স্থগিত। রবিবার, ছুটির দিনে গাড়ি, টেম্পো, বাইক ভর্তি মাথারা জার্সি পরে দৌড়ে যায় নিজের দলের অস্তিত্ব রক্ষা করতে। সকাল থেকে অন্য দলকে সমর্থন করা প্রিয় বন্ধুও হয়ে ওঠে চরম অপ্রিয়। সে যাই হোক, মোহনবাগান জিতল, একদল ভক্ত আহ্লাদে আত্মহারা। ইস্টবেঙ্গল আধা আশাবাদ, আধা বিরক্তিতে দ্বিধাবিভক্ত। আর বাকিরা গেলেন হাজতে! একটা খেলা দেখতে গিয়ে ৮১ জন গ্রেফতার কলকাতা পুলিশের হাতে!

প্রিয় দলকে সমর্থন করবেন, দলের হয়ে গলা ফাটাবেন- এইই তো সাধারণ ইচ্ছা! কিন্তু ইচ্ছার জন্যও কিছু নিয়ম আছে। সেই নিয়ম না মানার কারণেই যত সমস্যা! মাঠে খেলা দেখতে গিয়েছিলেন ঠিকই কিন্তু টিকিট ছিল না। ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ দেখার জন্য টিকিট ছাড়াই যুবভারতীতে গেছিলেন বহু বহু সমর্থক। বিনা টিকিটের এই সমর্থকদের সংখ্যাটা নেহাত কম না! ধরা পড়েছেন ৮১! অধরা জানা নেই।

ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ হলে টিকিটের চাহিদা বেশি হবে এ স্বাভাবিক! তবে এবার চাহিদার তুলনায় টিকিট পাওয়া যাচ্ছিল না। ডুরান্ড ফাইনালের টিকিট বিক্রি শুরু হয় শুক্রবার সকাল থেকে। শুক্রবারই বেলা গড়াতে গড়াতে আয়োজকরা জানান সব টিকিট শেষ। যত মানুষ লাইন দিয়েছিলেন, যত মানুষ ইস্টবেঙ্গল বা মোহনবাগান- প্রিয় দলটির জন্য টিকিট পকেটে নিয়ে বাড়ি ফিরবেন ভেবেছিলেন তারা ধরতেই পারেননি এত টিকিট গেল কোথায়? কোথাও যে একটা গলদ রয়েছে তা প্রমাণ হয়ে যায় ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগেই।

ম্যাচ শুরু হতে যখন আর কিছুক্ষণ বাকি, দেখা যায় স্টেডিয়ামে অর্ধেক আসনও ভর্তি হয়নি। তাহলে সারা দুপুর পাড়া কাঁপিয়ে যে মানুষরা যুবভারতী গেলেন তারা কারা? বলাবাহুল্য, এদের অনেকের কাছেই ম্যাচের কোনও টিকিট ছিল না। খেলা শুরু হয়ে যাওয়ার পরেও অনেক সমর্থক মাঠের বাইরে দাঁড়িয়েছিলেন। শেষ মুহূর্তে টিকিট জোগাড় করাও সম্ভব হয়নি। সাধ আছে কিন্তু টিকিট নেই! মাঠে নিজের দলকে তো একা ছেড়ে দেওয়া যায় না। কখন কী হয়ে যায়! যা থাকে কপালে বলে তাই বিনা টিকিটেই মাঠে ঢুকতে গেছিলেন বহু সমর্থকরা! যা ছিল কপালে, সোজা থানা-হাজত!

১৯ বছর বাদে ডার্বি ফাইনাল। ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান-ইস্টবেঙ্গল। সেই ম্যাচের এত টিকিট তবে গেল কোথায়! অনলাইনেও টিকিট বিক্রি হয়নি। শুক্রবার টিকিট সব শেষ ঘোষণা হওয়ার পরে শনিবার ইস্টবেঙ্গল ক্লাবের সামনে থেকে টিকিটের ব্যাপক কালোবাজারির অভিযোগ ওঠে। চড়া দামে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের টিকিট ব্ল্যাক করার অভিযোগ চারজনকে গ্রেফতারও করে পুলিশ। আবার ডুরান্ড কর্তৃপক্ষ কিছুতেই জানাতে চায় না ঠিক কত টিকিট বিক্রি হয়েছে।

More Articles