অন্য কিছু নয়, টাকাই আনবে জীবনের আসল সুখ! খোদ নোবেলজয়ীর যে গবেষণা তাক লাগিয়েছে

Money Buy Happiness Says Nobel Laureate : টাকা থাকলে সব আছে, তাই সেটাই সমস্ত সুখের আসল কারণ। কিন্তু সত্যিটা কী?

জীবনে সুখ, শান্তি চান না, এমন মানুষ বোধহয় পৃথিবীতে নেই। সবাই ভালো থাকতে চান, সুখে থাকতে চান। কিন্তু সুখ কীসে আসে? জীবনে শান্তি কী করে আসে? এই প্রশ্নের সামনে অনেকেই দাঁড়িয়ে পড়েন। সেখানে নানা মুনির নানা মত। কারও মতে, ঘুরতে যাওয়া, পাহাড়ে থাকাই আসল শান্তি। নিজের মতো বাউন্ডুলে থাকা মানে সুখ। আবার কারও কারও মতে, আসল জিনিস হল টাকা। টাকা থাকলে সব আছে, তাই সেটাই সমস্ত সুখের আসল কারণ। কিন্তু সত্যিটা কী? একেকজনের একেকরকম মতামত। তাই বিতর্ক অব্যাহত।

এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই বিতর্ককে আরও একধাপ তুলে আনলেন ড্যানিয়েল কাহনেম্যান। গোটা বিশ্বের অর্থনীতির জগতে প্রবাদপ্রতিম একটি নাম। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ সম্প্রতি এই সুখের সন্ধানই দিয়েছেন। কী সেই চাবিকাঠি? ড্যানিয়েলের দাবি, তা হল টাকা! সম্প্রতি এই বিষয়ে একটি গবেষণাপত্রও প্রকাশ করেছেন তিনি। এই কাজে তাঁর সহযোগী ছিলেন পেনসিলভেনিয়া ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাথিউ কিলিংসওয়ার্থ। তাঁদের মতে, অন্য কিছু নয়, স্রেফ টাকা আর বেতনবৃদ্ধিই পারে মানুষের ভেতর সুখের সন্ধান দিতে।

ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের পেপারে প্রকাশিত এই গবেষণার জন্য ৩৩,৩৯১ জন মানুষের সঙ্গে কথা বলেছেন ড্যানিয়েল ও ম্যাথিউ। সবাই অবশ্য আমেরিকার বাসিন্দা। প্রত্যেকেই ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। অর্থাৎ সেই বয়সটা, যখন মানুষ পুরোদমে কাজের মধ্যে থাকে। মাসে অন্তত ১০ হাজার ডলার রোজগার করেন, এমন মানুষদের নিয়েই সমীক্ষা করেছেন দুজনে। স্মার্টফোনে সাজিয়েদেওয়া হয়েছিল প্রশ্ন। টাকা, জীবন আর সুখ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন দিয়ে সাজানো হয়েছিল সেই সমীক্ষা। প্রত্যেককে বলা হয়েছিল, যে উত্তর মাথায় আসে, সেটি লিখতে। খুব ভালো থেকে খুব খারাপ – এই পরিসীমার মধ্যেই যাবতীয় বিষয় সাজানো হয়েছিল।

সেখানেই দেখা গিয়েছে চমকপ্রদ তথ্য। সমীক্ষা শেষে দেখা গিয়েছে, অধিকাংশ মানুষেরই মতামত, টাকা মানুষের জীবনে সুখ আনে। যত বেশি টাকা, তত বেশি সুখ-স্বাচ্ছন্দ্য। বেতন বাড়লে তো পোয়া বারো। সেখানে মাত্র ১৫ শতাংশ মানুষের মত, মাইনে বাড়লেও তাঁদের জীবনে সেভাবে সুখের প্রবেশ ঘটবে না। অর্থাৎ টাকা তাঁদের সুখ দেবে না।

তাহলে কি টাকাসর্বস্ব, পুঁজিসর্বস্ব ব্যবস্থাই একমাত্র সম্বল? ঝাঁ চকচকে, দামি গাড়ি, অভিজাত নাইটক্লাব আর দেদার টাকাই কি বর্তমান মানুষকে সুখ দিচ্ছে? নোবেলজয়ী অর্থনীতিবিদ বলছেন, সমীক্ষা অন্তত সেই কথাই বলছে। কিন্তু এটা সীমিত সংখ্যক মানুষের মতামত। শুধুমাত্র আমেরিকাতেই এই পরীক্ষা করা হয়েছে। বিশ্বে আরও অনেক দেশ আছে। সেখানে এই পরিসংখ্যান বদলে গেলেও যেতে পারে। টাকা যে সব সুখ এনে হাজির করবে, তা নয়। কিন্তু একটা পর্যায় পর্যন্ত সাহায্য করতে পারবে। বিদেশে যেতে চাইলে তো টাকা দরকার। সেখানে গিয়ে প্রকৃতির কোলে বসে শান্তি পেলেন। সেটা তো টাকা না থাকলে আসত না। তবে এই বিতর্ক যে সহজে শেষ হওয়ার নয়, সেটাও জানিয়েছেন ড্যানিয়েল কাহনেম্যান।

More Articles