সিনেমা নয়, ওয়েবসিরিজই মাত করেছে ২০২২! কোন কোন সিরিজ, সিনেমা জিতেছে মন?
Best Web Series and Cinema of 2022: ২০২২ সালে এই সিনেমা আর ওয়েবসিরিজ না দেখা থাকলে সত্যিই মিস!
করোনা ভাইরাস মহামারীর পর বেশ খানিকটা সময় লেগেছে বিনোদন জগতের ঘুরে দাঁড়াতে। সেই কারণে ২০২২ সাল ছিল বিনোদন জগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছরে একাধিক বক্স অফিস কাঁপানো সিনেমা মুক্তি পেয়েছে ভারতে। এই তালিকায় দক্ষিণ ভারত অবশ্যই বলিউডের থেকে এগিয়ে থাকলেও, ভারতের সিনেমাপ্রেমী মানুষদের জন্য এ বছরটা ছিল অত্যন্ত আকর্ষণীয়। পাশাপাশি, ২০২২ সালে একাধিক দুর্দান্ত ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে ভারতে। ওটিটি প্লাটফর্মগুলিতে একদিকে যেমন মুক্তি পেয়েছে রুদ্ধশ্বাস থ্রিলার, তেমনই মুক্তি পেয়েছে কলেজের স্মৃতি উসকে দেওয়ার মতো একাধিক ওয়েব সিরিজ। এবছর একাধিক অভিনেতা এই প্লাটফর্মে নিজেদের অভিষেক ঘটিয়েছেন। এই তালিকায় রয়েছেন অজয় দেবগন থেকে শুরু করে কুণাল খেমু, অনেকেই। দেখে নেওয়া যাক ২০২২ সালে কোন কোন সিনেমা এবং ওয়েব সিরিজ সাড়া ফেলল ভারতে।
সিনেমা
২০২২ সালে ভারতে মুক্তি পেয়েছে দারুণ দারুণ কয়েকটি সিনেমা। এই তালিকায় যেমন রয়েছে বলিউডের ছবি, তেমনি এই তালিকায় স্থান পেয়েছে দক্ষিণ ভারতের বেশ কিছু ছবি। কয়েকটি সিনেমার আয় ৩০০ কোটি টাকা থেকেও বেশি হয়েছে এই বছর। যশের কন্নড় সিনেমা কেজিএফ চ্যাপ্টার ২ থেকে শুরু করে রিশব শেট্টির কান্তারা, আবার মাধবনের রকেট্রি, সব কিছুই রয়েছে এবছরের সেরার তালিকায়। চোখ বুলিয়ে নেওয়া যাক এবছরের সেরা দশটি সিনেমার তালিকায়।
১. রকেট্রি : দ্যা নাম্বি এফেক্ট
এই মুহূর্তে আইএমডিবিতে রেটিংয়ের পরিপ্রেক্ষিতে আর মাধবনের এই সিনেমাটি রয়েছে একেবারে শীর্ষে। ভারতের অন্যতম রকেট বিশেষজ্ঞ ডক্টর নাম্বি নারায়ণনের এই জীবনীভিত্তিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আর মাধবন। তিনি এই সিনেমার গল্প লিখেছেন, পরিচালনা করেছেন এবং প্রযোজনাও করেছেন। তবে মজার ব্যাপার হল, ইসরোর রকেটবিজ্ঞানী নাম্বি নারায়ণনের জীবনের গল্প নিয়ে তৈরি এই সিনেমাটি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। হিন্দিতে মুক্তির চতুর্থ দিনেই কোটি টাকা আয় থেকে শুরু করে এই ছবিটি। তবে দ্বিতীয় সপ্তাহে এই ছবির আয় অনেকটাই কমে যায়। সব মিলিয়ে মাত্র ৩০ কোটি টাকার ব্যবসা করতে পারে মাধবনের এই ছবিটি। তবে বক্স অফিসে সুপারহিট না হলেও, ২০২২ সালের সেরা ছবির তালিকায় অবশ্যই প্রথম স্থানে থাকবে মাধবনের রকেট্রি।
২. ৭৭৭ চার্লি
২০২২ সালের সেরা সিনেমার তালিকায় ২ নম্বরে রাখতে হয় কন্নড় সিনেমা ৭৭৭ চার্লিকে। এই সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রক্ষিত শেট্টি। বিপথগামী জীবনযাপনকারী একজন ব্যক্তি এবং তাঁর পোষ্য কুকুরের বন্ধুত্বের এক অভূতপূর্ব কাহিনি দেখা গিয়েছে এই ছবিতে। সিনেমার স্ক্রিনপ্লে এতটাই দ্রুত যে দেখতে দেখতে কখনই বিরক্ত লাগে না। বিশেষ করে যদি কুকুরপ্রেমী হন তাহলে অবশ্যই এই ছবিটি আপনার একবার অন্তত দেখা উচিত। ছবিটি ভালোভাবে দেখলে চোখে জল আসতে বাধ্য। বক্স অফিসে খুব একটা বেশি সাড়া ফেলতে না পারলেও দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে এই ছবিটি ভালো ব্যবসা করেছে।
৩. কাদাইসি বিভাসাই
সেরা ছবির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তামিল সিনেমা কাদাইসি বিভাসাই। এই ছবিটি পরিচালনা করেছেন এম মণিকন্দন। মূলত প্রত্যন্ত গ্রামের একজন কৃষক এবং তাঁর জীবনের লড়াই নিয়েই তৈরি হয়েছে এই সিনেমাটি। তিনি হলেন গ্রামের শেষ কৃষক যিনি এখনও চাষাবাদ করে চলেছেন। ব্যক্তিগত সম্পত্তি বিকাশকারীদের সঙ্গে একা লড়াই করে চলেছেন সেই কৃষক। তাঁর জীবনের গল্প নিয়ে তৈরি করা এই সিনেমাটি এই মুহূর্তে ২০২২ সালের সেরা সিনেমার তালিকায় রয়েছে তিন নম্বরে। সিনেমাটি ওটিটি প্লাটফর্ম সোনি লিভেও উপলব্ধ।
আরও পড়ুন-ক্রাইম থ্রিলারে ‘অনুপ্রাণিত’ হয়েই প্রেমিকাকে ৩৫ টুকরো! কী আছে এই ওয়েব সিরিজে
৪. বিক্রম
দক্ষিণের সুপারস্টার কমল হাসানের হাই অকটেন অ্যাকশন সিনেমা বিক্রম মুক্তির সময় ছিল বক্স অফিসে একেবারে সুপারহিট। অনলাইন রিভিউ ওয়েবসাইট আইএমডিবিতেও এই ছবিটির সপক্ষে বহু দর্শক ভোট দিয়েছেন। সব মিলিয়ে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের অন্যতম সেরা ছবি কমল হাসানের বিক্রম। এই সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে একজন বিশেষ তদন্তকারীকে ঘিরে যিনি শহরে সংঘটিত ধারাবাহিক হত্যাকাণ্ডের তদন্ত করছেন। এই পুরো ঘটনার যোগসূত্র ড্রাগ মাফিয়ার সঙ্গে সম্পর্কিত এবং তারপর সামনে আসে বিক্রম। এই সিনেমাটিতে কমল হাসানের সঙ্গেই অভিনয় করেছেন দক্ষিণের আরও এক সুপারস্টার বিজয় সেতুপতি। সিনেমাটি ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে।
৫. RRR
আইএমডিবি রেটিংয়ের নিরিখ ৮.৭ পয়েন্ট পেয়ে এই মুহূর্তে পাঁচ নম্বরে আছে পরিচালক এস এস রাজামৌলির সুপারহিট অ্যাকশন সিনেমা RRR। ভারত ছাড়িয়ে এই মুহূর্তে পশ্চিমি দুনিয়াতেও সাড়া ফেলেছে এই সিনেমাটি। এই ছবি ২০২২ আটলান্টা ফিল্ম ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ডসের পক্ষ থেকে পেয়েছে ইন্টারন্যাশনাল পিকচারের সম্মান। তার পাশাপাশি বর্তমানে অস্কারের দৌড়েও নিজেদের মনোনয়ন জমা দিয়েছে এই তেলেগু ছবি।
৬. কেজিএফ চ্যাপ্টার ২
যশের ব্লকবাস্টার ফিল্ম কেজিএফ চ্যাপ্টার ২ এই তালিকায় রয়েছে ৬ নম্বরে। কেজিএফ চ্যাপ্টার ১ সুপারহিট হওয়ার পর অনেকেই এই ছবির দ্বিতীয় অংশের জন্য অপেক্ষায় ছিলেন। আর কেজিএফ এর চ্যাপ্টার ২ আগের কেজিএফ থেকেও হয়েছে সুপারহিট। স্বর্ণখনি অঞ্চলের ডন রকির সঙ্গে অধীরার লড়াইকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই সিনেমার গল্প। এই ছবিতে যশ ছাড়াও অভিনেতা সঞ্জয় দত্তের উপস্থিতি চমকে দেওয়ার মতো। আইএমডিবি রেটিংয়ের নিরিখেও এই সিনেমাটি হয়ে উঠেছে ২০২২ সালের অন্যতম সেরা ছবি।
৭. পন্নিয়ান সেলভান ১
আইএমডিবি রেটিংয়ে ৭.৯ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে সেরা ছবির তালিকায় ৭ নম্বরে জায়গা করে নিয়েছে ঐশ্বর্য রাই অভিনীত পন্নিয়ান সেলভান ১। চোল রাজবংশের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই দুই পর্বের সিনেমা। প্রথম পর্ব ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। ছবিটি বক্স অফিসে হয়েছে সুপারহিট। বিশেষত এই ছবিতে ঐশ্বর্য রাইয়ের অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে ভারতীয় সমালোচকদের মুখে। এছাড়াও নিজেদের অভিনয় দিয়ে চমকে দিয়েছেন বিক্রম, কার্তি এবং তৃষার মতো তারকারা।
৮. কান্তারা
এই মুহূর্তে আইএমডিবি রেটিংয়ের নিরিখে ৮.৮ পয়েন্ট সংগ্রহ করেছে রিশব শেট্টির ছবি কান্তারা। ছবিটি মূলত কর্ণাটকের আদিবাসী এবং তাদের ধর্মীয় বিশ্বাসের উপর ভর করে তৈরি। দৈব, গুলিগার মতো ধর্মীয় দেবতাদের উপরেই এই ছবির কাহিনি তৈরি হয়েছে। এই ছবিটি তিনটি ভিন্ন টাইমলাইন ধরে তৈরি। অ্যাকশন, থ্রিল, বিশ্বাস এবং পুরাণ- কান্তারা ছবিতে এই সব কিছুই রয়েছে। সমালোচকদের প্রচুর প্রশংসা কুড়িয়েছে এই ছবিটি।
৯. মেজর
মুম্বই হামলায় নিহত শহিদ মেজর জেনারেল সন্দীপ উন্নিকৃষ্ণানের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে মেজর। এই ছবিটি আইএমডিবিতে ৮.২ রেটিং পেয়েছে। ছবিটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। সন্দীপ উন্নিকৃষ্ণান হলেন সেই মেজর জেনারেল যিনি ২০০৮ সালের নভেম্বরে মুম্বই হামলায় শহিদ হয়েছিলেন পাক দুষ্কৃতীদের গুলিতে। ২৬/১১ এর হামলার কিছু ঝলক মিলেছে এই ছবিতে।
১০. সীতা রামম
দুলকির সলমান, রশ্মিকা মন্দনা এবং ম্রুণাল ঠাকুরের এই রোম্যান্টিক লাভ স্টোরি প্রাথমিকভাবে তেলুগু ইন্ডাস্ট্রিতে হিট হয়ে ওঠে। এরপর এই ছবির নির্মাতারা সীতা রামমকে সারা ভারতে বিভিন্ন ভাষায় রিলিজ করেন। তেলুগু ইন্ডাস্ট্রিতে হিট হওয়ার পাশাপাশি ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রিতেও একইভাবে নিজের ছাপ ফেলে সীতা রামম। লাভ স্টোরি জ়ঁর আগে জনপ্রিয় হলেও এখন আর এই ধরনের ছবি জনপ্রিয়তা পায় না বিশেষ। তবে এই ধারণাকে ভুল প্রমাণ করে সীতা রামম। বর্তমানে IMDB রেটিং অনুযায়ী ৮.৬ রেটিং পেয়েছে এই ছবিটি।
এছাড়াও এই বছর আরও কিছু সিনেমা বক্স অফিসে ছাপ ফেলেছে। তার মধ্যে দ্য কাশ্মীর ফাইলস, জনহিত মে জারি, হিট : দ্য ফার্স্ট কেস, দৃশ্যম ২, বিক্রান্ত রোনা উল্লেখযোগ্য।
ওয়েব সিরিজ
আজকের দিনে মুঠোফোনে এসে গিয়েছে একগুচ্ছ ওটিটি প্ল্যাটফর্ম। নেটফ্লিক্স, ডিজনি+হটস্টার, অ্যামাজন প্রাইম ভিডিও, ভুট, জি ফাইভ, সোনি লিভ এবং আরও বেশ কিছু প্লাটফর্ম এই মুহূর্তে ভারতে রয়েছে। প্রায় প্রত্যেকটি প্ল্যাটফর্মেই প্রতি সপ্তাহে মুক্তি পায় গাদা গাদা ওয়েব সিরিজ। একটি দেখতে গিয়ে হয়তো অন্য একটি ওয়েব সিরিজ মিস হয়ে যায়। কিন্তু বছর শেষে যারা নিশ্চিন্তে ঘরে বসে কোনও না কোনও ওয়েব সিরিজ দেখতে চান তাদের জন্য রইল এবছরের সেরা হিন্দি ওয়েব সিরিজের একটি তালিকা।
১. পঞ্চায়েত ২
জিতেন্দ্র কুমার অভিনীত অ্যামাজন প্রাইম ভিডিওর অত্যন্ত জনপ্রিয় এই ওয়েব সিরিজটির প্রথম সিজন মুক্তি পেয়েছিল ২০২০ সালের এপ্রিল মাসে। লকডাউনের আবহে বহু দর্শক সেই সময় এই ওয়েব সিরিজ দেখে আপ্লুত হয়েছিলেন। উত্তর ভারতের একটি প্রত্যন্ত গ্রামে একজন সরকারি আধিকারিকের নিত্যজীবনকে শহুরে দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরা হয়েছিল এই পঞ্চায়েত ওয়েব সিরিজে। দর্শক ভালোবেসেছিলেন সেই প্রথম সিজনটি। এবছর মুক্তি পাওয়ার দ্বিতীয় সিজনটিও হতাশ করেনি দর্শকদের। বন্ধুত্ব, হাসি ঠাট্টা, গ্রামীণ রাজনীতি থেকে শুরু করে আপাতদৃষ্টিতে গল্পটি কমেডি হলেও দ্বিতীয় সিজনে এই গল্পের চিত্রনাট্য আরও গভীরে গিয়েছে। জীবনের নানা আঙ্গিককে পর্দায় তুলে ধরেছে এই ওয়েব সিরিজ। প্রথম সিজনে এক ঝলকের জন্য স্ক্রিন অ্যাপিয়ারেন্স পাওয়া রিংকি চরিত্রটির এই সিজনে নতুন করে অভিষেক ঘটেছে। নীনা গুপ্তা, রঘুবীর যাদব, দুর্গেশ কুমার, ফয়জল মালিক, চন্দন রায়, সানভিকার অভিনীত চরিত্রগুলি ছাপ রেখেছে পঞ্চায়েতের দ্বিতীয় সিজনে।
২. দিল্লি ক্রাইম ২
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত দিল্লি ক্রাইম সিজন ১ দিয়েই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে দিয়েছিলেন অভিনেত্রী শেফালি শাহ। ২০১২ সালের নির্ভায়া কাণ্ড নিয়ে তৈরি নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজ প্রশংসা কুড়িয়েছিল বিস্তর। গল্প বাস্তবের অনেকটা কাছাকাছি হওয়ার কারণে কৌতূহল তৈরি হয়েছিল অনেকের মনেই। তাই দ্বিতীয় সিজনের গল্প নিয়েও অপেক্ষায় ছিলেন দর্শক। তবে দিল্লি ক্রাইমের প্রথম সিজনের গল্পের সঙ্গে দ্বিতীয় সিজনের গল্পের কোনও মিল নেই। ডিসিপি বর্তিকা চতুর্বেদীর চরিত্রে আবারও ফিরেছেন শেফালি। আর নিজের অভিনয় দক্ষতা দিয়ে ফের জয় করেছেন দর্শকদের মন। তবে এই সিজনে শেফালিকে টেক্কা দেওয়ার মতো অভিনয় করেছেন অভিনেত্রী তিলোত্তমা সোম। প্রথম সিজনটির মতো দ্বিতীয় সিজনটিও দারুণ হিট হয়েছে এই বছর।
আরও পড়ুন- শাহরুখ খান: কেন আজও ভারতের ‘দ্য লাস্ট স্টার অফ দ্য স্টারস’ বাদশা
৩. গুল্লক ৩
বড় পর্দা হোক কিংবা মোবাইলের স্ক্রিন, ফ্যামিলি ড্রামা বিশেষ একটা জনপ্রিয়তা আজকাল আর পায় না। তবে সোনি লিভের গুল্লক এই তালিকা থেকে অনেকটাই আলাদা। জামিল খান, গীতাঞ্জলি কুলকার্নি এবং বৈভব রাজ গুপ্তা অভিনীত গুল্লক মধ্যবিত্তের গল্প বলে। মিশ্র পরিবারের এই গল্প দর্শকের এতটাই মনে ধরেছিল যে এই বছর সিরিজের তৃতীয় সিজন ঘিরেও কৌতূহল ছিল ব্যাপক। একই সঙ্গে দর্শককে হাসাতে এবং কাঁদাতে পেরেছে এই ওয়েব সিরিজ। দুর্গেশ সিংহের লেখা এই ওয়েব সিরিজে এমন কিছু চরিত্র রয়েছে যার সঙ্গে একজন সাধারণ মধ্যবিত্ত ভারতীয় নিজেকে মিলিয়ে ফেলতে পারেন। আর সেখানেই এই গুল্লক ওয়েব সিরিজের সফলতা। অ্যাকশন এবং থ্রিল ছেড়ে নিজের প্রিয়জনদের সঙ্গে বসে এই উইকেন্ডে একবার দেখতেই পারেন সোনি লিভের গুল্লক।
৪. মডার্ন লাভ মুম্বই
প্রীতিশ নন্দী প্রযোজিত এই সিরিজটি মূলত ইংরেজি ওয়েব সিরিজ মডার্ন লাভের হিন্দি ভার্সন। ইংরেজি সিরিজটির দু'টি সিজনে আটটি করে পর্ব থাকলেও এর ভারতীয় সংস্করণে প্রথম সিজনে রয়েছে ছয়টি পর্ব। এই প্রত্যেকটি পর্ব আলাদা আলাদা প্রেমের গল্প বলে। সোনালি বসু, বিশাল ভরদ্বাজ, হনসল মেহতা, অলঙ্কৃতা শ্রীবাস্তব, ধ্রুব সেহেগাল এবং নুপুর আস্তানা পরিচালিত ছয়টি পর্বের মধ্যে সবক'টিই যে দুর্দান্ত সেটা বলা যাবে না। তবে ফাতিমা সানা শেখ, প্রতীক গান্ধী, রণবীর ব্রার, তনুজা, মেয়াং চ্যাং, প্রতীক বব্বর, নাসির উদ্দিন শাহ, সারিকা এবং তানভী আজমির অভিনয় সত্যি নজর কেড়েছে। ছয়টি পর্বের মধ্যে অন্তত চারটি ভালো লাগবেই। ইংরেজি সিরিজের প্রত্যেকটি গল্প যেরকম সত্য ঘটনা অবলম্বনে তৈরি, এই ওয়েব সিরিজের গল্পগুলিও ঠিক তাই।
৫. রকেট বয়েজ
হোমি জাহাঙ্গির ভাবা এবং বিক্রম সারা ভাইয়ের জীবন নিয়ে তৈরি এই বায়োপিক ধর্মী সিরিজে অভিনয় করেছেন জিম সারাব, ঈশ্বক সিং, রেজিনা কাসান্দ্রা এবং সবা আজাদ। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে ভারতে বিজ্ঞান চর্চা, সিভি রমনের লড়াই, বিক্রম সারাভাইয়ের গান্ধীবাদী ব্যক্তিত্ব, হোমি জাহাঙ্গির ভাবার লড়াকু মনোভাব এবং সর্বোপরি এপিজে আবদুল কালামের ক্যামিও, সবকিছু নিয়েই ভারতে এই মুহূর্তে জনপ্রিয়তার শিখরে রকেট বয়েজ। এই সিরিজটির মুক্তি পেয়েছিল ফেব্রুয়ারি মাসে। তবে সেই সময় খুব একটা জনপ্রিয়তা পায়নি এই ওয়েব সিরিজ। পরবর্তীতে লোকমুখে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে রকেট বয়েজের জয়জয়কার। ধীরে ধীরে সাফল্য পাওয়ার পর দ্বিতীয় সিজনের টিজার প্রকাশ করেন নির্মাতারা। ভারতের প্রথম রকেট লঞ্চ, বন্ধুত্ব এবং কঠোর মানসিকতার গল্পের এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের জন্য সকলেই বেশ উদগ্রীব।
৬. কলেজ রোমান্স
সোনি লিভে মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজটিকে নিয়ে প্রথম থেকেই উন্মাদনা ছিল। বিশেষ করে বগ্গা চরিত্রে গগন আরোরার অভিনয় সকলের নজর কেড়েছিল প্রথম সিজন থেকেই। আর এই সিজনেও দর্শকদের হতাশ করেননি এই ওয়েব সিরিজের নির্মাতারা। একদল বন্ধুর গল্প উঠে এসেছে এই ওয়েব সিরিজে। এখনকার এমন অনেক জিনিস এই ওয়েব সিরিজে তুলে ধরা হয়েছে যা আজকালকার কলেজ পড়ুয়ারা সহ্য করে থাকে। আইএমডিবি রেটিংয়ে এই ওয়েব সিরিজটি পেয়েছে ৮.৪ পয়েন্ট।
৭. হিউম্যান
চিকিৎসা বিজ্ঞানের নানা দিক উঠে এসেছে ডিজনি প্লাস হটস্টারের ওয়েব সিরিজ হিউম্যানে। দিল্লি ক্রাইমের মতো এই ওয়েব সিরিজেও নিজের অভিনয় দিয়ে সকলকে চমকে দিয়েছেন শেফালি শাহ। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন অভিনেত্রী কীর্তি কুলহারি। এছাড়াও এই ওয়েব সিরিজে চমকপ্রদ অভিনয় করেছেন অভিনেতা আদিত্য শ্রীবাস্তব। একটি মেডিকেল স্ক্যামের ঘটনা দেখানো হয়েছে এই ওয়েব সিরিজে। কীভাবে একটি নিষিদ্ধ ওষুধের হিউম্যান ট্রায়াল হাজার হাজার মানুষের প্রাণ নেয়, সেই গল্পই বলবে এই ওয়েব সিরিজ। আইএমডিবি রেটিং এ ৭.৯ পয়েন্ট সংগ্রহ করেছে এই ওয়েব সিরিজ।
৮. এনসিআর ডেজ
ইউটিউবে মুক্তি পাওয়া এনসিআর ডেজ ওয়েব সিরিজটি মন কাড়তে বাধ্য। পঞ্চায়েতের উল্টো গল্প এখানে আপনি দেখতে পাবেন। একটি ছোট শহরের ছেলে বড় শহরে এসে কী করে মানিয়ে নেয় সেই গল্প ধরা পড়েছে এই ওয়েব সিরিজে। মোহনিশ বেহেল চরিত্রে নিখিল বিজয়ের অভিনয় দুর্দান্ত। এছাড়াও অম্বরিশ বর্মা, রাঘবিকা কোহলি, হির কৌর নজর কেড়েছেন এই ওয়েব সিরিজে। অম্বরিশ বর্মা এই ওয়েব সিরিজটির পরিচালকও। মোহনিশের কৃপণ মনোভাব, প্রেমিকার জন্য সাধের চাকরি ছেড়ে দিল্লিতে এমবিএ করতে আসা, সেক্স ডলের সঙ্গে ডুয়েট নাচ, অসাধারণ বন্ধুত্বের গল্প আপনাকে বেঁধে রাখবে এই ওয়েব সিরিজের সঙ্গে। আইএমডিবিতে এই মুহূর্তে ৯.১ পয়েন্ট পেয়েছে এই ওয়েব সিরিজটি।
৯. অভয়
সাইকোলজিকাল ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ অভয় মুক্তি পেয়েছে জি ফাইভ প্ল্যাটফর্মে। এই ওয়েব সিরিজের মাধ্যমে ওয়েব দুনিয়ায় পা রেখেছেন অভিনেতা কুণাল খেমু। নিজের কমেডি অভিনয়ের রূপকে ঝেড়ে ফেলে সম্পূর্ণ নতুনভাবে এই ওয়েবসিতে আত্মপ্রকাশ করেছেন কুণাল। নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে আরও একবার সকলের মন জয় করে নিয়েছেন তিনি এই ওয়েব সিরিজে। তিনি ছাড়া এই ওয়েব সিরিজে রয়েছেন নমিত দাস, বিদিতা বাগ এবং আরও অনেকে। আইএমডিবিতে এই ওয়েব সিরিজটি ৮.১ পয়েন্ট সংগ্রহ করেছে।
১০. পিচার্স ২
২০১৫ সালে প্রথম সিজন আসার ৭ বছর পরে ২০২২ সালের ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে নবীন কস্তুরিয়ার পিচার্স ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন। এই ওয়েব সিরিজটি আপনাকে ভারতের স্টার্ট আপ জগতের সঙ্গে পরিচয় করাবে। যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের এবং ভবিষ্যতে স্টার্ট আপ ব্যবসা করতে চান, তাদের কাছে এই ওয়েব সিরিজটি দারুণ আকর্ষণের। তবে প্রথম সিজনে এই ওয়েব সিরিজ যতটা হালকা মেজাজের ছিল, দ্বিতীয় সিজনে অনেকটাই আলাদা এই ওয়েব সিরিজ। প্রথম সিজনে ছিল ফান্ডিং পাওয়ার তাগিদ। আর দ্বিতীয় সিজনে ব্যবসা দাঁড় করানোর চেষ্টা। বলতে গেলে এই সাত বছরে পিচার্সের গল্প হয়েছে বেশ গভীর। তাই অনেকের কাছে পিচার্সের দ্বিতীয় সিজন আকর্ষণীয় না লাগলেও, এই বছরের সেরা ওয়েব সিরিজের তালিকায় অবশ্যই রাখা যায় পিচার্স সিজন ২-কে।
এই দশটি ওয়েব সিরিজ ছাড়াও ক্যাম্পাস ডায়রিজ, অপহরণ, দহন, গ্রহণ, গন গেম সিজন ২ কিংবা সিক্সারের মতো আরও কিছু ওয়েব সিরিজ এমন রয়েছে যেটি ২০২২ সালে নজর কেড়েছে দর্শকদের।