দেখা দেয় না উপসর্গ! নিজের অজান্তেই আক্রান্ত হচ্ছেন যৌনরোগে?

Sexually Transmitted Infections: সেক্সটয়ে লেগে থাকা যৌনাঙ্গের তরল বা জেনিট্যাল ফ্ল্যুইড থেকে যৌন সংক্রমণ ঘটার সম্ভাবনা রয়েছেই।

অনেকেরই ধারণা যৌনরোগ হলে তার লক্ষণগুলি প্রকট ভাবে শরীরে ধরা পড়বে। কিন্তু আপনি কি জানেন অসুরক্ষিত যৌনসঙ্গমের কারণে সিফিলিস, গনোরিয়া, ক্ল্যামাইডিয়া, এমনকী এইচআইভি ও হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের মতো মারণ ভাইরাসও শরীরে চুপিসারে বাসা বাঁধতে পারে রোগের লক্ষণের বিন্দুমাত্র বহিঃপ্রকাশ না ঘটিয়েই! আপনি নিজের অজান্তেই এক বা একাধিক সঙ্গী বা সঙ্গিনীর দেহে তা সংক্রামিত করতে পারেন। যখন বুঝতে পারবেন আপনি যৌনরোগে আক্রান্ত, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। হয়তো যৌনরোগের কারণেই ক্যান্সারও ছড়াতে শুরু করেছে শরীরে। মহিলাদের ক্ষেত্রে অধিকাংশ সময়েই গনোরিয়া বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ হলে বোঝা দায়। গর্ভবতী মহিলা যৌনরোগে আক্রান্ত হলে, গর্ভস্থ শিশুও সরাসরি সংক্রামিত হতে পারে। যৌনরোগ ও যৌন সংক্রমণ ঠেকাতে প্রথমেই যেটি মাথায় আসে, তা হলো কন্ডোম বা নিরোধের ব্যবহার। কিন্তু আসল কথা হলো কন্ডোমও যৌনরোগ থেকে সম্পূর্ণ সুরক্ষা দেয় না? আবার অনেকেই আছেন, সম্পূর্ণ যৌন পরিতৃপ্তি পান না বলে সঙ্গমের সময় কন্ডোম ব্যবহারই করতে চান না। কন্ডোম কেবল অবাঞ্ছিত গর্ভধারণের হাত থেকেই রক্ষা করে না, যৌনরোগের সম্ভাবনা কমাতে এটি একটি অপরিহার্য অস্ত্রও। অন্যান্য জৈবনিক কাজের মতো…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles