কাগজ নয়, টাকায় থাকে অন্য কিছু! জানেন কীভাবে তৈরি হয় কড়কড়ে নোট?

Note making material : কাগজ তো নয়! জানেন টাকা তৈরি করতে আসলে কী ব্যবহার করে RBI?

রামকৃষ্ণ দেব যতোই বলুন না কেন, “টাকা মাটি মাটি টাকা”, কিন্তু বাস্তবে মাটিতে টাকা পড়ে থাকার মোটেই জো নেই। তাই উপরের কথাটিকে মিথ্যে করে দিতে আজকাল “টাকা ছাড়া জগতে সকলই ফাঁকা”, এই কথাটা মেনে নেওয়াই দস্তুর। টাকা নিয়ে সকলেই খুব সতর্ক। তবে পথেঘাটে চলতে ফিরতে প্রায়শই এমন কিছু নোট হাতে এসে পড়ে যা দ্বিতীয়বার কোথাও চালাতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হয় আমাদের। এমন অনেক সময় দেখা যায় নোটের কিছু অংশ ছেঁড়া থাকলে বা কোনও দাগ থাকলে সেই নোট কিছুই চলতে চায় না বাজারে। তাই কড়কড়ে নতুন নোটের মোহ যেন একটু বেশিই। বিষয়টি এমন হয়ে দাঁড়ায় মাঝে মাঝে যেন কড়কড়ে নোট হলে নির্ধারিত মূল্যের থেকে কয়েক টাকা বেশিই পাওয়া যাবে ওই নোটে।

যদিও এরকম বেশি অর্থের আশা করলে তা অচিরেই ধুলিস্মাৎ হবে, তবুও কড়কড়ে নোটের বাজার আলাদাই। কিন্তু জানেন কি এই কড়কড়ে নতুন নোট ছাপানোর সময়ে আসলে কী ব্যবহার করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আপাত ভাবে বেশিরভাগ মানুষই মনে করে টাকা তৈরি করতে মূল যে উপকরণটি ব্যবহার করা হয়, তা হল কাগজ। তবে শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি যে ভারতীয় অর্থের নোট তৈরি করতে আসলে কোনও কাগজই ব্যবহার করা হয় না। তাহলে কী থাকে আসলে, জানুন।

আরও পড়ুন - নোটবন্দির আগেই হয়েছিল কয়েনবন্দি! কেন পুরনো মোটা পাঁচ টাকার কয়েন তৈরি বন্ধ করে দেয় RBI?

যদিও বর্তমান সময়ে ডিজিটাল অর্থের চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। আর তার সঙ্গে সাজুজ্য রেখে এসেছে অনলাইন লেনদেনের বিভিন্ন নিয়ম। তবে নোটের মূল্য এখনও একই রকম রয়ে গিয়েছে। তাই কথায় তো আছেই যে, ‘আজ নগদ কাল ধার’!ভারতীয় বাজারে এক টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যের নোট রয়েছে। যেমন - ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০, ২০০০। এই সব মূল্যের নোট গুলিই নির্দিষ্ট নিয়ম মেনে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোষাগারে ছাপানো হয়।

এই নোটগুলি তৈরি করতে কাগজ ব্যবহার করা হয় না, কারণ কাগজ ব্যবহার করলে খুব সহজেই সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। বেকায়দায় জলে ভিজে গেলেও ছিঁড়ে যেতে পারে নোট। তাছাড়া নোটের ধর্মই হল হাতের পর হাত ঘুরে ঘুরে দেশ ভ্রমণ করা। তাই কাগজের বদলে নয় তৈরি করতে আসলে ব্যবহার করা হয় কার্পাস এমনটাই জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে। এর সঙ্গে থাকে বেশ কিছু সেফটি ফিচার্সও।

More Articles