১০,৫০০ শাড়ি, ১২৫০ কেজি রুপো, ২৮ কেজি সোনা! ভারতের সর্বকালের ধনী অভিনেত্রীকে চেনেন?

Actress Jayalalitha Wealth: জয়ললিতার বাড়ি থেকে পাওয়া বিশাল সম্পদের মধ্যে ছিল ১০,৫০০টি শাড়ি, ৭৫০ জোড়া জুতো, ৯১টি ঘড়ি এবং ৮০০ কেজি রুপো আর ২৮ কেজি সোনা !

ভারতের এই মুহূর্তে সবচেয়ে ধনী অভিনেত্রী কে? হিসেব কষে দেখতে গেলে এই মুহূর্তে বলিউড আর দক্ষিণি সিনেমা মিলে এমন একাধিক অভিনেত্রী আছেন যাদের পারিশ্রমিক বিপুল! ফলে ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী বা সর্বোচ্চ আয় করা অভিনেত্রীর শিরোপাটি প্রতি কয়েক বছর অন্তরই মাথা বদলে নিচ্ছে। ৯০-এর দশকে শ্রীদেবী সিনেমা পিছু ১ কোটি টাকা ধার্য করতে শুরু করেন। সেই সময় একজন অভিনেত্রীর এত টাকা পারিশ্রমিক ভাবাই যেত না। নায়িকারা ছিলেন নায়কের সঙ্গতের মতো, মুখ্য চরিত্র বা অভিনেত্রীপ্রধান সিনেমা তখন হাতে গোনা। সেই সময় থেকে অনেক অভিনেত্রীই আকাশচুম্বী পারিশ্রমিক নেন। তবে এখনও পর্যন্ত ভারতীয় সিনেমার তাবড় অভিনেত্রীরা কেউই তামিল এক নায়িকার ধারেকাছেও আসতে পারেননি। তামিল অভিনেত্রীর সারাজীবনের সম্পদকে টেক্কা দিতে পারেননি কেউই। ১৯৬০-এর দশকের এই সুপারস্টারকে পরে দেশ চিনেছিল অন্য এক পরিচয়ে।

সর্বকালের সবচেয়ে ধনী ভারতীয় অভিনেত্রী

মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে আয়, অর্জিত সম্পদ, মালিকানাধীন সম্পত্তির সংখ্যা নিরিখে বিবেচনা করা হলে, ঐশ্বর্য রাই, দীপিকা পাড়ুকোন, শ্রীদেবীর মোট সম্পত্তির মূল্য জয়ললিতার তুলনায় অনেক কম। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এককালের দাপুটে অভিনেত্রী জয়ললিতা ছিলেন তাঁর প্রজন্মের অন্যতম সফল তামিল অভিনেত্রী। তাঁর চলচ্চিত্র এবং রাজনৈতিক কর্মজীবনে যা উপার্জন তিনি করেছেন তার হিসেব কষতে বসলে হিসাবশাস্ত্রই লজ্জা পায়। সবথেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, সাফল্যে শিখরে থাকা জয়ললিতা কিন্তু মাত্র ৩১ বছর বয়সেই চলচ্চিত্র থেকে অবসর নিয়ে ফেলেছিলেন!

জয়ললিতার মোট সম্পত্তি

১৯৯৭ সাল। জয়ললিতা তখন তাঁর রাজনৈতিক কর্মজীবনের শীর্ষে! চেন্নাইতে জয়ললিতার পোয়েস গার্ডেনের বাসভবনে অভিযান চালায়। সেই অভিযানে যা প্রকাশ্যে আসে, তাতে সাদা দেশের চক্ষু চড়কগাছ! এমন ঘটনা নজিরবিহীন! জয়ললিতার বাড়ি থেকে পাওয়া বিশাল সম্পদের মধ্যে ছিল ১০,৫০০টি শাড়ি, ৭৫০ জোড়া জুতো, ৯১টি ঘড়ি এবং ৮০০ কেজি রুপো আর ২৮ কেজি সোনা! ২০১৬ সালে, জয়ললিতার সম্পত্তির সূত্র খুঁজতে অন্য আরেকটি তদন্ত করা হয়। তাতে জয়ললিতার বাড়ি থেকে ১২৫০ কেজি রুপো এবং ২১ কেজি সোনা পাওয়া যায়! অভিনেত্রী-রাজনীতিবিদ জয়ললিতার আইনি অস্থাবর সম্পত্তির মূল্য ছিল ৪২ কোটি টাকা। ছিল ৮ টি গাড়ি। সেই সময়ের বিভিন্ন প্রতিবেদন বলছে, জয়ললিতার মোট সম্পত্তির পরিমাণ ছিল ৯০০ কোটি টাকা। জয়ললিতা নিজে ঘোষণা করেছিলেন, তাঁর সম্পত্তির পরিমাণ ১৮৮ কোটি টাকা। অথচে বাস্তবে তা ছিল ঢের ঢের বেশি।

জয়ললিতার চলচ্চিত্র এবং রাজনৈতিক কর্মজীবন

জয়রাম জয়ললিতার জন্ম ১৯৪৮ সালে সেকালের মহীশূর রাজ্যের (বর্তমান কর্ণাটক) মান্ডায়। ১৯৬১ সালে একজন অভিনেত্রী হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন তিনি। কন্নড় চলচ্চিত্র শ্রী শৈলা মহাথমে একজন শিশু শিল্পী হিসেবে প্রথম কাজ করেন জয়ললিতা। চলচ্চিত্র এবং নাটকে ছোট ছোট নানা ভূমিকায় কাজ করার পর ১৯৬০-এর দশকের মাঝামাঝি তামিল ও তেলেগু চলচ্চিত্রে প্রথমসারির অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন জয়ললিতা। ১৯৬৮ সালে ধর্মেন্দ্রর সঙ্গে বলিউডের সিনেমা 'ইজ্জত'-এ অভিনয় করেন জয়ললিতা। এনটি রামা রাও, আক্কিনেনি নাগেশ্বরা রাও, জয়শঙ্কর, এবং এম জি রামচন্দ্রণ সহ সেই সময়ের সবচেয়ে সফল অভিনেতাদের সঙ্গেই অভিনয় করেছেন জয়ললিতা। ৭০-এর দশকে দক্ষিণের সুপারস্টারদের কথা উঠলে জয়ললিতার নাম উঠত নায়কদের সঙ্গেই।

১৯৮০ সালে চলচ্চিত্র জগতকে বিদায় জানান তিনি। চলে আসেন রাজনীতিতে। ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী থেকে ততোধিক জনপ্রিয় নেত্রী! ১৯৯১ থেকে ২০১৬ সালের মধ্যে পাঁচবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন জয়ললিতা। ২০১৬ সালের ডিসেম্বরে যখন ৬৮ বছর বয়সে মারা যাচ্ছেন জয়ললিতা, তখনও তিনি ছিলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী।

More Articles