ক্যানিংয়ে কয়েকশো বিঘার উপরে সন্দীপের স্বপ্নের বাংলো, উস্কে দিচ্ছে নয়া রহস্য

Sandip Ghosh: ক্যানিংয়ে কয়েকশো বিঘা ফাঁকা জমির মাঝেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সবুজরঙা দোতলা একটি বাংলো। বাংলোর উপরে লেখা ‘সঙ্গীতাসন্দীপ ভিলা’।

দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন আরজি কর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআইয়ের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েও লাভ হয়নি সন্দীপের। সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় সেই আবেদন। এরই মধ্যে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে মিলল সন্দীপ ঘোষের বাংলোর হদিস।

ক্যানিং-২ ব্লকের ঘুটিয়ারি শরিফের নারায়ণপুর মৌজায় কয়েকশো বিঘা ফাঁকা জমির মাঝেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সবুজরঙা দোতলা একটি বাংলো। বাংলোর উপরে লেখা ‘সঙ্গীতাসন্দীপ ভিলা’। বাংলোটির চারদিকে রয়েছে লম্বা পাঁচিল। স্থানীয়দের কারওর কারওর দাবি, বাংলোটি সন্দীপের। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে প্রায়শই আসা-যাওয়া করতেন সেখানে সন্দীপ।

আরও পড়ুন: ধর্ষণের ২৪ ঘণ্টা পরেই কেন ‘ক্রাইম সিন’ মেরামতির নির্দেশ দেন সন্দীপ ঘোষ?

স্ত্রী সঙ্গীতা ঘোষের সঙ্গে নিজের নাম মিলিয়েই বাংলোর নাম রেখেছেন সন্দীপ। স্থানীয় সূত্রের খবর, বাংলো এবং বাংলো সংলগ্ন এলাকায় রয়েছে কয়েকশো বিঘা জমি। একটি বেসরকারি সংস্থা কয়েকটি প্লটে বিভক্ত করে জমিগুলি বিক্রি করছে। ওই সংস্থাই দুই বিঘা জমির উপরে তৈরি করে বাংলোটি , যেটি পরে কিনে নেন সন্দীপ। সাধ করে নিজের ও স্ত্রীর নামে নামও রাখেন বাংলোর।

'Sangeeta Sandip Villa', belonging to former RG Kar Principal Dr Sandip Ghosh, now under ED scanner

বাংলোর পাশেই কয়েক বিঘা জমিতে খামারবাড়ি তৈরি করেছেন স্থানীয় কয়েক জন যুবক। স্থানীয়রা জানালেন, তা-ও বেশ কয়েক বছর হবে তৈরি হয়েছে বাংলোটি। সন্দীপের আনাগোনার বিষয়ে স্থানীয়দের জিজ্ঞেস করা হলে স্থানীয় এক বাসিন্দা জানান, সকালের দিকে আসতেন, আবার বিকেল হতে না হতে ফিরে যেতেন। একা নন, চিকিৎসক সন্দীপ ঘোষের বাবা এবং স্ত্রীকেও একাধিক বার সেখানে দেখেছেন তাঁরা।

আরও পড়ুন:আরজি কর: মাথায় পৌঁছচ্ছে না অক্সিজেন! কেমন আছেন চিকিৎসক দেবাশিস সোম?

এর আগেই সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে হানা দিয়েছেন সিবিআই গোয়েন্দারা। শুক্রবার সকালে সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সন্দীপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ওয়াকিবহাল মহলের ধারণা, বেলেঘাটার পর এবার ক্যানিংয়ে সন্দীপের স্বপ্নের এই ভিলাতেও খুব শিগগিরই পা পড়তে চলেছে সিবিআই-ইডির।

More Articles