জীবনে প্রেমিকা নেই, বাড়ছে ভুঁড়ি, তবুও দিতে হবে কর! কোথায় রয়েছে এমন আজব নিয়ম?

Weird Taxes in the World : বিয়ে না করলে কর দিতে হবে; আবার প্রেম করলেও নাকি কর দিতে হবে! এ আবার কেমন কথা?

ফেব্রুয়ারির প্রথম দিনই সংসদে পেশ করা হল ২০২৩-২৪ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং ভারত সরকারের পদক্ষেপের দিকে তাকিয়েছিল গোটা ভারত। উচ্চবিত্তরা তো বটেই, মূলত মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষদের নজর ছিল সেই বাজেটে। লোকসভা ভোটের আগে প্রত্যাশা পূরণ হল কিনা, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু অনেকেরই নজর ছিল কর ব্যবস্থার দিকে। মধ্যবিত্তের আয়কর ছাড় থেকে জিনিসপত্রের দাম বাড়া-কমা, সমস্ত দিকেই চোখ ছিল সাধারণ মানুষের।

প্রতি বছর এরকমই নানা ছবি ঘুরতে থাকে বাজেট ঘিরে। কীসের দাম কমল, কোন জিনিসের ওপর বাড়তি করের বোঝা চাপল, এরকম নানা রকম তত্ত্ব আর তথ্যের ঝড় চলতেই থাকে। কিন্তু এসব তো সাধারণ ব্যাপার। পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে এমন কিছু কর ব্যবস্থা রয়েছে, যা শুনলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এমন অদ্ভুত কর ব্যবস্থা কখনও হয় নাকি! বিয়ে না করলে কর দিতে হবে; আবার প্রেম করলেও নাকি কর দিতে হবে! যস্মিন দেশে যদাচার হলেও, এ কেমন আচার! পৃথিবী জুড়ে এমনই বেশকিছু উদ্ভট, কিম্ভুতকিমাকার ট্যাক্স ব্যবস্থা সম্পর্কেই একটু জেনে নেওয়া যাক।

আরও পড়ুন : ৭.৫ শতাংশ সুদ, বাজেটে দেশের মহিলাদের কী দিল মোদি সরকার?

১) টয়লেটে ফ্লাশ করলে দিতে হবে কর

শুনতে আজব লাগছে ঠিকই। কিন্তু এমন ব্যবস্থাই দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বের মেরিল্যান্ডে। সেখানকার প্রশাস নিয়ম করে দিয়েছে, টয়লেটে গিয়ে প্রতিবার ফ্লাশ করলেই দিতে হবে ৬০ মার্কিন ডলার। এটাই সেখানকার কর। আর দিনে অন্তত এক-দু’বার ফ্লাশ তো করতে হবেই। আর পেট খারাপ থাকলে তো কথাই নেই। এই বিশেষ করের টাকা আসলে যায় চেসাপেক বে-র সংরক্ষণের কাজে।

২) ট্যাটু ট্যাক্স

আমেরিকা যুক্তরাষ্ট্রেরই দক্ষিণে রয়েছে এমন নিয়ম। সেখানে যে কোনও রকম ট্যাটু হোক বা বডি পিয়ার্সিং (যেমন, নাকে বা কানে, ঠোঁটে দুল ইত্যাদি), সমস্ত ক্ষেত্রেই দিতে হয় কর। সেলস ট্যাক্সের অন্তত ৬ শতাংশ কর দিতে হয়। যারা ভাবছেন, এই জায়গায় এসে ট্যাটু করাবেন, শরীরকেই ক্যানভাস হিসেবে গড়ে তুলবেন, তাঁদের বাড়তি খরচ হবে বৈকি!

৩) যৌনতা, যৌনকর্মীদের ওপর ট্যাক্স

জার্মানিতে যৌনকর্ম, যৌনতা, প্রসটিটিউশন নিয়ে খুব একটা ছুৎমার্গ নেই। বরং সেখানে যৌনকর্ম, গোদা বাংলায় যাকে বলে ‘বেশ্যাবৃত্তি’, সেটা আইনত বৈধ পেশা। অন্যান্য কাজের মতোই এটিকে দেখা হয়। সেজন্য অন্যান্য ব্যবসায় যেমন নির্দিষ্ট একটি কর দিতে হয়, যৌনকর্মীদের ক্ষেত্রেও সেই একই নিয়ম খাটে। ২০০৪ সালে জার্মানিতে প্রথমবার এই যৌনকর্মীদের ব্যবসার ওপর কর চাপে। প্রতি মাসে ১৫০ ইউরো করে দিতে হয় তাঁদের। এখান থেকে বেশ মোটা অঙ্কের লাভ আসে জার্মান প্রশাসনের ঘরে। প্রায় এক মিলিয়ন ইউরো সরকারের কোষাগারে জমা হয়।

আরও পড়ুন : আয়কর থেকে বিরাট মুক্তি! নির্মলা সীতারমণের এবারের বাজেটে কি বাঁচবে মধ্যবিত্তরা?

৪) ব্যাচেলর বা প্রেমিকা না পাওয়ার ট্যাক্স

আপনি কি সদা সিঙ্গল? অনেক চেষ্টা করেছেন, অনেকভাবে উল্টোদিকের মানুষকে ভালোবাসার কথা জানাতে চেয়েছেন, কিন্তু আখেরে কিছুই হয়নি? এখনও প্রেম বা বিয়ে কিছুই আসেনি জীবনে? তাহলে আমেরিকার মিসৌরি শহর আপনার জন্য নয়। সেখানে ব্যাচেলর জীবন কাটাতে হলে এক ডলার করে ট্যাক্স দিতে হবে। সেটাই ওখানকার ব্যাচেলর ট্যাক্স। ২১ থেকে ৫০ বছর বয়সিদের থেকে এই কর নেওয়া হয়। তবে ইতিহাসের পাতা ওলটালে এরকম আরও উদাহরণ পাওয়া যাবে। জুলিয়াস সিজার, রাশিয়ার পিটার দ্য গ্রেট থেকে ইতালির বেনিত্তো মুসোলিনি – প্রত্যেকেই এই ব্যাচেলর ট্যাক্সের প্রবর্তন ঘটিয়েছিলেন নিজেদের আমলে।

৫) মোটা হওয়ার জন্য ট্যাক্স

খাচ্ছ খাও, কিন্তু মোটা হয়ো না। মোটা হলেই দিতে হবে মোটা অঙ্কের কর। এমনই নিয়ম ডেনমার্ক আর হাঙ্গেরির মতো দেশে। ডেনমার্কে যে সব খাদ্যদ্রব্যে ২.৩ শতাংশের বেশি স্যাচুরেটেড ফ্যাট আছে, সেগুলো খেলে বা কিনলেই দিতে হবে বাড়তি টাকা। সেটাই ফ্যাট ট্যাক্স। এমনকী, ভারতের কেরালা রাজ্যেও দেখা যায় এমনই কিছু ট্যাক্স। সেখানে রেস্তোরাঁয় গিয়ে তেলেভাজা, পাস্তা-পিৎজার মতো ভারী ফ্যাটযুক্ত খাবার খেলেই ১৪.৫ শতাংশ কর দিতে হবে। মানুষের শরীরে অতিরিক্ত ফ্যাট জমলেই দেখা দেয় নানা রোগ। সেখান থেকে রক্ষা করতেই এমন সিদ্ধান্ত।

More Articles