ফাইনালের আগেই বেঞ্জেমার 'ভূত' দেখছে আর্জেন্টিনা? যে চিন্তায় ঘুম উড়েছে মেসিদের

FIFA World Cup 2022 : মেসি, ডি মারিয়াদের ঘিরে আশায় আর্জেন্টিনা সমর্থকরা। তার মধ্যেই ফের দুশ্চিন্তা নেমে এল নীল-সাদা শিবিরে।

লড়াইয়ের বাঁশি বেজে গিয়েছে। আর মাত্র কয়েকটা দিন। তারপরই ১৮ ডিসেম্বর শুরু হবে ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ফ্রান্স। তবে তার আগেই যুদ্ধের দামামা বেজে গিয়েছে। ভক্তদের উল্লাস চলছে কাতারের রাস্তায়। মেসি, ডি মারিয়াদের ঘিরে আশায় আর্জেন্টিনা সমর্থকরা। তার মধ্যেই ফের দুশ্চিন্তা নেমে এল নীল-সাদা শিবিরে।

কেন? তার কারণ স্প্যানিশ সংবাদপত্র ‘মার্কা’র একটি প্রতিবেদন। সেখানে বলা হয়েছে, চোট কাটিয়ে ক্রমশ সুস্থ হওয়ার পথে ফ্রান্সের তারকা স্ট্রাইকার করিম বেঞ্জেমা। সে ক্ষেত্রে ফাইনালের আগে তিনি ফের দলে যোগ দিতে পারেন। এই খবর সামনে আসার পরই চাঞ্চল্য শুরু হয়েছে ফুটবল মহলে। তাহলে কি ফ্রান্সের জার্সি গায়ে বেঞ্জেমাকে কাতারের মাটিতে দেখা যাবে ১৮ তারিখ? এই প্রশ্নই করা হয়েছিল ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ-কে। কিন্তু উত্তরটি খুব সন্তর্পণে এড়িয়ে যান তিনি। কোনও কিছুই জানাননি দিদিয়ের। যা জল্পনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন : মেসি না এমবাপে, শেষ হাসি কার? ফাইনালের আগে রক্তচাপ বাড়ছে ফুটবল বিশ্বের

আর আর্জেন্টিনা? ‘মৃত্যুবাণ’ এভাবে লুকিয়ে রাখা হবে তাদের জন্য? এখন এই চিন্তাই ভাবাচ্ছে মেসিদের। এমনিতে ফ্রান্সের আক্রমণ ভাগ এই বিশ্বকাপের অন্যতম শক্তিশালী। একেবারে সামনে অলিভার জিরৌ, দু’দিকে উইং ধরে আসছেন কিলিয়ান এমবাপে এবং ডেম্বেলে। তাঁদের মাঝে রয়েছেন গ্রিয়াজমান। চারজনের গোল করার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা অনুচিত। ২০১৮-র ফাইনালে গ্রিয়াজমান আর এমবাপের খেলা এখনও মনে রেখেছে সবাই। সেক্ষেত্রে বেঞ্জেমা এসে যাওয়া মানে সেই আক্রমণ আরও শক্তিশালী হয়ে যাওয়া। ফলে সমস্ত সম্ভাবনা মাথায় রেখেই ঘুঁটি সাজাচ্ছেন আর্জেন্টিনার কোচ স্কালোনি।

চলতি মরসুমে করিম বেঞ্জেমার পারফরমেন্স চোখ ধাঁধানো। গোলের সামনে তাঁর দক্ষতা, ৩৪ বছর বয়সেও এই খিদে তাঁকে এনে দিয়েছে ব্যালন ডি অঁর। বিশ্বকাপের শুরুতে দলের সঙ্গে কাতারেও এসেছিলেন এই তারকা স্ট্রাইকার। কিন্তু অনুশীলন চলাকালীনই বাঁ পায়ের থাইয়ে চোট পান তিনি। ডাক্তারি পরিভাষায় যাকে ‘ফেমোরাল রেকটাস ইনজুরি’ বলে, যা নিয়ে খেলা প্রায় অসম্ভব। তড়িঘড়ি মাদ্রিদে ফিরে সুস্থ হওয়ার সমস্ত চেষ্টা শুরু করেন তিনি। মানসিকভাবে ভেঙেও পড়েছিলেন বেঞ্জেমা।

আরও পড়ুন : ফ্রান্স না আর্জেন্টিনা, বিশ্বকাপ কার হাতে? আগাম-বচনে জানিয়ে দিলেন জীবিত ‘নস্ত্রাদামুস’!

এর আগেও তাঁর বিশ্বকাপে যোগদান নিয়ে গুজব ছড়িয়েছিল। এবারও কি তেমনই কোনও ব্যাপার? প্রমাদ গুনছেন অনেকে। কিন্তু বিশ্বকাপের ফাইনালের জন্য এভাবে খেলোয়াড় নিতে পারবে ফ্রান্স? বিশেষজ্ঞরা বলছেন, সেই ব্যবস্থা আগেভাগেই করে রেখেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। করিম বেঞ্জেমার পরিবর্ত হিসেবে কাউকে নেওয়া হয়নি। তাই সঠিকভাবে দেখলে, বেঞ্জেমা এখনও জাতীয় দলের সঙ্গেই রয়েছেন। তাই তাঁর যোগ দিতেও কোনও আপত্তি নেই।

অন্যদিকে জানা গিয়েছে, বিগত এক সপ্তাহের অনুশীলনে নতুন করে চোটের প্রসঙ্গ আসেনি। ফিট হয়ে উঠেছেন বেঞ্জেমা। যদিও ফ্রান্সের ফুটবল সংস্থা এবং বেঞ্জেমা – কেউই এখনও কিছু জানায়নি। যদি আর্জেন্টিনার বিরুদ্ধে তাঁকে জাতীয় দলে দেখা যায়, তাহলে অবাক হবেন না কেউ। বরং চিন্তায় থাকবেন মেসিরা।

More Articles