"রোনাল্ডো, মেসির থেকেও ভালো আমি" : কেন এত বড় দাবি করছেন সুনীল ছেত্রী?

Sunil Chhetri: সর্বকালের তালিকা দেখতে গেলে ছেত্রী ১৪৮ টি ম্যাচে ১০৯ টি গোল করে ইরানের কিংবদন্তি আলি দাইয়ের সঙ্গেই রয়েছেন চতুর্থ স্থানে।

ভারত কবে বিশ্বকাপ খেলবে? ভারতের ফুটবল মানে শুধু বিদেশ থেকে খেলোয়াড় ধরে এনে ক্লাব ফুটবল খেলা? প্রশ্নগুলো যখন ওঠে, প্রচ্ছন্ন ব্যঙ্গ লুকিয়ে থাকে প্রতিটি তির্যক উচ্চারণে। এই সমস্ত অন্ধকারের বক্র মন্তব্যের মুখে সম্ভাবনার হ্যালোজেন জ্বেলেছেন সুনীল ছেত্রী। এই মুহূর্তে খেলাপ্রেমী ভারতীয়রা যাকে ঘিরে স্বপ্ন দেখছেন তিনি ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। বেঙ্গালুরুতে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩ জেতার পর থেকে ছেত্রীর অধিনায়কত্ব আর তাঁর ব্যক্তিগত দক্ষতা দুই-ই আলোচ্য। প্রিয় ফুটবলার কে? এই পোড়া দেশে এমন প্রশ্ন করা হলে উত্তরে যে বিদেশি ফুটবলারের নামই আসবে এমনটা হলপ করে বলা যায়। অথচ ভারতের এক আস্ত ফুটবল দল রয়েছে। রয়েছেন এমন একজন ফুটবলার যিনি আন্তর্জাতিক তালিকায় জায়গা করে নিয়েছেন মেসি বা রোনাল্ডোর ঠিক পাশেই। ৩৮ বছর বয়সে সুনীল ছেত্রী দেশকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন, ফুটবলের জাদুতে আস্থা বাড়াচ্ছেন।

কুয়েত এবং লেবানন, ফাইনালে এবং সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল এই দুই দেশ। হিসেব কষে দেখতে গেলে ঠিক SAFF দল নয় তারা। তারা আমন্ত্রিত দল ছিল। এই দুই দলকে হারিয়ে জয় অর্জন করা একেবারে জলভাতও ছিল না। ফুটবলপ্রেমীরা না হয় সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে মাতামাতি করছেন, কিন্তু ভারতের যে কোনও ক্রিকেট খেলা আর বিশ্বকাপে বা বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের খবরও যতজন রাখেন সেই ভারতীয়রা কি দেশিয় ফুটবলের হাল হকিকত জানেন আদৌ? সুনীল ছেত্রী বলছেন, ভারতীয় ফুটবলের প্রতি ভক্তদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। একটা বদল যে আসছে তা বলা যায়। যারা ফুটবল ভালোবাসেন, নিয়ম করে খেলা দেখেন তারা তো আছেনই। তবে ফুটবল নিয়ে কথা বলতে শুরু করা সাধারণ মানুষের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে যা দেশিয় ফুটবলের স্বাস্থ্যের জন্য ভালো। দেশে ফুটবলের স্থান বদলাচ্ছে। বদলাচ্ছে সুনীল ছেত্রী আর তাঁর অধিনায়কত্বের হাত ধরেই। শান্ত মানুষ, মাঠে নামলে জেদি ঘোড়া। সামনে লক্ষ্য পরিষ্কার, কোথায় পৌঁছাতে চান তা জানেন, বাকিটা লড়তে হবে। এই লড়াইতে মেসি বা রোনাল্ডো কোনও দেবতা নন। একই সারিতে দাঁড়িয়ে সকলে। সামনে আপাতত এশিয়ান কাপ। দেশের জন্য তা বিশ্বকাপেরই সমান।

এই মুহূর্তে, আন্তর্জাতিক ফুটবল এমন এক পর্যায়ে রয়েছে, সেখানে কখন কী ঘটবে কেউ জানে না। কেউ যাদের কোনওদিন জেতার কথা ভাবতেও পারেনি, ৯০ মিনিটে লড়াইয়ে জিতে যেতে পারেন তারাও। ফুটবল এক ম্যাজিক, তাতে চূড়ান্ত ফল কী হবে বলা যায় না। এক দশকেরও বেশি সময় ধরে দেশের ফুটবল দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামের পাশাপাশিই আন্তর্জাতিক দলের জন্য সর্বোচ্চ গোলদাতার সর্বকালের শীর্ষ দশজনের তালিকায় রয়েছেন সুনীল ছেত্রী। হ্যাঁ বিশ্বের বহু ফুটবল প্রেমীদের মতো তিনিও তাঁদের ভক্ত। তবে, দলের প্রতিনিধিত্বের প্রশ্নে মেসি রোনাল্ডোর চেয়েও ভালো তিনি। একথা বিশ্বাস করেন নিজে। আর এর মধ্যে কোথাও আত্মম্ভরিতা নেই, নেই অহংবোধ। ছেত্রী নিজের মাপ জানেন, নিজের সম্ভাবনাও। নিজেকে এত যুগ ধরে যিনি ভাঙতে গড়তে, গড়তে ভাঙতে এগিয়েছেন তিনি নিজের গুণ অন্যের বিচ্যুতি সবটাই চেনেন। তাই দলের প্রতিনিধিত্বের প্রশ্নে সহজেই বিশ্বতারকাদের চেয়ে যে তিনি এগিয়ে কথা বিশ্বাস করে বলতে পারেন। বিশেষ করে দেশের দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়ে তিনি কোথায় এগিয়ে, কোথায় এখনও দুর্বল এই বিশ্লেষণ তিনি করে ফেলেছেন। তাই ক্রিশ্চিয়ানো বা রোনাল্ডোর ব্যক্তিগত ক্যারিশ্মার কথা কিন্তু উঠছে না। উঠছে না তাঁদের নিজস্ব রেকর্ড ভাঙার কথা। সুনীল বলছেন, দেশের প্রতিনিধিত্বের বিষয়ে এগিয়ে তিনি, তাঁর  এইটুকু বিশ্বাসই ভারতের হৃদয় জোড়া প্রত্যয়।

১৪২ টি ম্যাচে তার ৯৩টি গোল তাঁর। স্থান তৃতীয়, তাঁর উপরে স্থান ধরে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (২০০ ম্যাচে ১২৩ গোল) এবং লিওনেল মেসি (১৭৫ ম্যাচে ১০৩ গোল)। সর্বকালের তালিকা দেখতে গেলে ছেত্রী ১৪৮ টি ম্যাচে ১০৯ টি গোল করে ইরানের কিংবদন্তি আলি দাইয়ের সঙ্গেই রয়েছেন চতুর্থ স্থানে। কোথায় ব্যতিক্রমী সুনীল? সর্বকালের সেরা ১০ ফুটবলারের তালিকাতে রয়েছেন বিশ্ব ফুটবলের জাদুকরেরা। হাঙ্গেরির কিংবদন্তি খেলোয়াড় পুসকাস রয়েছেন ষষ্ঠ স্থানে (৮৪ গোল) এবং পোল্যান্ডের রবার্ট লেভান্ডোস্কি অষ্টম স্থানে (৭৯ গোল)।

More Articles