রোনাল্ডো আর মেসির পরেই সুনীল ছেত্রী! দেশকে স্বপ্ন দেখাচ্ছেন ৩৯-এর তেজি ঘোড়া
Sunil Chhetri Record: দলের প্রতিনিধিত্বের প্রশ্নে মেসি রোনাল্ডোর চেয়েও ভালো তিনি, একথা বিশ্বাস করেন সুনীল।
পেশাদার ফুটবলের জগতে মাঠে নেমেছিলেন প্রায় প্রায় বিশ বছর আগে। আর ঠিক দু'বছর পরই আন্তর্জাতিক কেরিয়ারে দু'দশক পূর্ণ করবেন সুনীল ছেত্রী। বয়স ৩৯ হলো। তাঁর বয়সের ঢের আগেই খেলোয়াড়রা অবসর নিয়ে নেন, নিজেদের কীর্তি চোখ ভরে দেখেন বাকিটা জীবন। সুনীল এখন মাঠে তেজি ঘোড়ার মতোই চাঙ্গা, তাঁর অধিনায়কত্ব প্রশ্নাতীত। ক্রিকেটের রাজনীতিতে ডুবে থাকা দেশকে ফুটবলে বুঁদ হওয়ার আশা জাগাচ্ছেন তিনিই। সারা বিশ্ব মেসি-রোনাল্ডোতে মজে ভুলেই গিয়েছে, ঠিক এই দু'জনের পরেই রয়েছেন ছেত্রী! আন্তর্জাতিক গোলের নিরিখে বিশ্বে ৩ নম্বরে তিনি।
২০০৫ সালের ১২ জুন পাকিস্তানের বিরুদ্ধে দেশের জার্সিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অভিষেক হয় সুনীলের। তখন বয়স মাত্র ২০। স্ট্রাইকার বাইচুং ভুটিয়া চোট পেয়েছেন। কোচ সুখবিন্দর সিং দল কীভাবে সামলাবেন, সেই নিয়ে দুশ্চিন্তায়। সেই সময়ই সুনীল ছেত্রীকে নিয়েই দল সাজান সুখবিন্দর। জীবনের সেই প্রথম ম্যাচেই নজর কাড়লেন সুনীল, গোল করলেন। তারপর ১৮ বছর কেটে গিয়েছে। সুনীল ভারত অধিনায়ক হয়েছেন। খেলার মাঠে তিনি ঋজু, স্থিতধী। দেশের হয়ে নিজের দলকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন সমস্তটাই যেন অঙ্ক কষে রেখেছেন মাথায়। সুনীল বলেছিলেন, মেসি বা রোনাল্ডোর চেয়েও তিনি সেরা দলের প্রসঙ্গে।
সুনীল ছেত্রীর অসাধারণ কৃতিত্বই তাঁকে নিয়ে গিয়েছে বিশ্ব তারকা মেসি ও রোনাল্ডোর পাশে। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে চতুর্থ স্থানে আছেন তিনি। আর বর্তমান খেলোয়াড়দের মধ্যে আছেন ৩ নম্বরেই, রোনাল্ডো, মেসির পরে! ফিফা বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার লিওনেল মেসি ১৭৫ ম্যাচে ১০৩ টি গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন। তালিকার শীর্ষে আছেন পর্তুগিজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ২০০ ম্যাচে ১২৩টি আন্তর্জাতিক গোল করেছেন তিনি। আর সর্বকালের তালিকাতে দ্বিতীয় স্থানে আছেন এশিয়া ফুটবলের কিংবদন্তী ইরানের আলি দাই, ১০৯ গোল। ১৪২ টি ম্যাচে ৯৩টি গোল সুনীলের। সর্বকালের সেরা ১০ ফুটবলারের তালিকাতে রয়েছেন বিশ্ব ফুটবলের জাদুকরেরা। হাঙ্গেরির কিংবদন্তি খেলোয়াড় পুসকাস রয়েছেন ষষ্ঠ স্থানে (৮৪ গোল) এবং পোল্যান্ডের রবার্ট লেভান্ডোস্কি অষ্টম স্থানে (৭৯ গোল)। ভারত দেশ হিসেবে এই রেকর্ডের কোথাও না থাকলেও, সুনীল রয়েছে এই বিশ্ব তারকাদের খুব কাছেই।
দলের প্রতিনিধিত্বের প্রশ্নে মেসি রোনাল্ডোর চেয়েও ভালো তিনি, একথা বিশ্বাস করেন সুনীল। এর মধ্যে কোথাও আত্মম্ভরিতা নেই, নেই অহংবোধ। ছেত্রী নিজের সম্ভাবনাকে চেনেন, আর দলের ভবিষ্যতকে বোঝেন। তিনি নিজের গুণ অন্যের বিচ্যুতি সবটাই চেনেন। তাই দলের প্রতিনিধিত্বের প্রশ্নে সহজেই বিশ্বতারকাদের চেয়ে যে তিনি এগিয়ে কথা বিশ্বাস করে বলতে পারেন। বিশেষ করে দেশের দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়ে তিনি কোথায় এগিয়ে, কোথায় এখনও দুর্বল এই বিশ্লেষণ তিনি করে ফেলেছেন। তাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা মেসির ব্যক্তিগত ক্যারিশ্মার কথা কিন্তু উঠছে না। উঠছে না তাঁদের নিজস্ব রেকর্ড ভাঙার কথা। সুনীল বলছেন, দেশের প্রতিনিধিত্বের বিষয়ে এগিয়ে তিনি, তাঁর এইটুকু বিশ্বাসই ভারতের হৃদয় জোড়া প্রত্যয়।