আমার জীবনের হেরে জিতে যাওয়া 'বাজিগর' আমার মা

Teachers' Day 2023: সংসারে পিতা হলেন আকাশ; মা হল মাটি। পিতা-মাতার স্নেহ-শাসনে সন্তান পুষ্ট হয়। কিন্তু আকাশ যদি আলো দেবার বদলে কালো মেঘে ছেয়ে যায়; তবে মাটির দায় বাড়ে। আর এই দায় মেটাতে গিয়ে মাটি হয়ে যায় নিঃস্ব; রি...

Nothing is impossible,
The word itself says
'I' m possible'!


 - অ্যান্ড্রু হেপবার্ন


চেষ্টা করো। চেষ্টা করে মানুষ চাঁদে চলে যাচ্ছে। আর একটা পরীক্ষা পাশ করতে পারবে না !‌ ইচ্ছাশক্তি আর অধ্যবসায়ের অসাধ্য কিচ্ছু নেই পৃথিবীতে...।

চন্দ্রযান বিক্রম তখনও কালের গর্ভে। তবে নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিনরা চাঁদ ছুঁয়ে ফেলেছেন। মানুষের চাঁদ ছোঁয়ার গর্ব পৃথিবীর যে কতিপয় মানুষের গড়ে ওঠার দিনগুলোর অন্যতম প্রেরণাশক্তি ছিল, এ কানিজ তাঁদের মধ্যে অন্যতম।

টাইমমেশিনে চড়ে বছর বিশেক পিছিয়ে গেছি। সারাদিন গান আর গল্পের নেশায় বুঁদ হয়ে থাকা মেয়েটা অঙ্কের খাতা খুললেই ভেবলে যায়। কিন্তু তার কানের কাছে চেষ্টার অসাধ্য কিচ্ছু নেই পৃথিবীতে- এই বীজমন্ত্র জপ করে যান, তার ফ্রেন্ড, ফিলোজফার কাম গাইড মানুষটি। নাহ্, অঙ্কটা আয়ত্তে আনতে পারেনি সে। তবে অধ্যবসায় আর ইচ্ছেশক্তির জাদুমন্ত্রটা শিখে নিয়েছিল ছোট্ট মেয়েটি।


Education is the manifestation of perfection already existing in man


-স্বামী বিবেকানন্দ

আরও পড়ুন: মা, তোমার জেদ আর অধ্যবসায়ই আমার শিক্ষা, তুমিই শিক্ষক…

 

'ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ হল শিক্ষা'- এত তাত্ত্বিক জ্ঞান বোধহয় সেই গাইড মানুষটির ছিলনা। তবু কোন ভাবনার বীজকে কানের ভিতর দিয়ে কীভাবে মরমে প্রবেশ করাতে হয়; তা বোধ হয় তার থেকে ভালো আর কেউ জানতেন না।


'Jack and Jill' থেকে ব্রতকথার 'উমনো ও ঝুমনো'র গল্প সবই তার কাছেই শেখা। হারমোনিয়াম ছুঁয়ে সপ্তসুর চিনিয়েছেন। আবার প্রতিযোগিতায় নেমে 'কান্ডারী হুঁশিয়ার' আবৃত্তি করতে গেলে দর্শকাসনে বসে উৎসাহ জোগানোর মানুষটিও ছিলেন তিনিই।


স্কুলের দিনগুলোতে পাঠ্য বইয়ের মলাট দেওয়ার কায়দা কৌশল চিনিয়েছিলেন হাতে ধরে। আবার মেজে-ঘষে, সাজিয়ে-গুছিয়ে ছোট্ট কুটিরকে কীভাবে মন্দির বানিয়ে রাখতে হয়, তা-ও তার কাছেই শেখা।


দু'চোখে স্বপ্ন এঁকে দিয়েছেন। আবার স্বপ্ন ছুঁতে গিয়ে হোঁচট খেলে, দেহ- মনের ক্ষত সারিয়ে লড়াইয়ের মাঠে ফিরিয়ে দিয়েছেন সেই তিনিই। শিখিয়েছেন অসীম ধৈর্য সহকারে লক্ষ্যে অবিচল থাকতে হয় কিভাবে !


"প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি-
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"

- সুকান্ত ভট্টাচার্য

আরও পড়ুন: পুরনো জেরক্সের পাতা থেকে আজও ঠিকরে বেরোন বসিরহাটের ফিনিক্স পাখি কুণ্ডু স্যার

সংসারে পিতা হলেন আকাশ; মা হল মাটি। পিতা-মাতার স্নেহ-শাসনে সন্তান পুষ্ট হয়। কিন্তু আকাশ যদি আলো দেবার বদলে কালো মেঘে ছেয়ে যায়; তবে মাটির দায় বাড়ে। আর এই দায় মেটাতে গিয়ে মাটি হয়ে যায় নিঃস্ব; রিক্ত। জীবন দিয়ে দেখেছি, মাটি কিভাবে নিজেকে নিংড়ে দিয়ে রস ঢেলেছে চারাগাছের গোড়ায়। সবটুকু অন্ধকার শুষে নিয়ে আলোর পৃথিবীতে পৌঁছে দিয়েছে ছোট্ট চারাগাছকে। সেই চারাগাছ আজ পত্রে-পুষ্পে বিকশিত।

কৈশোরে একটি হিন্দি সিনেমা থেকে শিখেছিলাম, 'হারকে জিতনেওয়ালে কো বাজিগর ক্যাহেতে হ্যায়'। আমার জীবনের বাজিগর হলেন আমার মা। যিনি প্রকৃত শিক্ষকের মতোই জীবনে হার থেকে কীভাবে জেতার রসদ সংগ্রহ করতে হয় তা আমাকে শিখিয়েছেন।

More Articles