Budget 2024: বিশ্বস্ততার পুরস্কার! বিহার আর অন্ধ্রপ্রদেশকে কী কী দিয়ে ভরিয়ে দিলেন মোদি?
Union Budget 2024: বিহারের সড়ক যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে মোট ২৬ হাজার কোটি বরাদ্দ করেছে মোদি সরকার।
এন চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতীশ কুমারের জেডিইউ না থাকলে তৃতীয়বার ক্ষমতায় ফিরে আসার মতো সংখ্যাগরিষ্ঠতা পেত না বিজেপি। লোকসভা ভোটের একমাস অতিক্রান্ত। দুই 'বন্ধু'-র এই পাশে থাকাকে কৃতজ্ঞতায় ভরিয়ে দিলেন নরেন্দ্র মোদি। মোদি ৩.০-এর পূর্ণাঙ্গ বাজেটে বন্ধুদের দু'টি রাজ্য— বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্প নির্ধারণ করা হয়েছে। জেডিইউ-এর দীর্ঘদিনের দাবি ছিল, বিহারকে রাজ্য হিসেবে 'বিশেষ বিভাগের মর্যাদা' দিতে হবে। সেই দাবিতে কর্ণপাত করেনি কেন্দ্র। কিন্তু সেই দাবি না রাখতে পারাকে অন্যভাবে ভরিয়ে দিয়েছে বিজেপি সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পূর্ণাঙ্গ বাজেটে বিহারের জন্য একাধিক উন্নয়ন প্রকল্প ঘোষণা করেছেন। আর অন্ধপ্রদেশকেও ভরিয়ে দিয়েছেন উন্নয়নের আশ্বাসে, আর্থিক সাহায্যে।
কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী সীতারমণ জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনের সূত্র মেনে অন্ধ্রের নতুন রাজধানী অমরাবতীর পরিকাঠামো উন্নয়নের জন্য বাড়তি ১৫ হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে। শুধু তাই নয়, আগামী বছরগুলিতে এই ধরনের আরও একাধিক আর্থিক প্যাকেজ দেওয়া হবে বলেও আশ্বাস নির্মলার। মূলত অমরাবতীর পুনর্গঠনেই এই টাকা খরচ হবে। অন্ধ্রপ্রদেশের রয়্যালসীমা অঞ্চল, কার্নল, অনন্তপুর, ওয়াইএসআর এবং চিত্তর, এই চার জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং পরিকাঠামো উন্নয়নেও জোর দেওয়ার কথা জানিয়েছেন নির্মলা। অন্ধ্রপ্রদেশে রেল এবং সড়কপথের পরিকাঠামো প্রকল্পগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মলা।
বিহারকে সরাসরি আর্থিক প্যাকেজ না দেওয়া হলেও পরিকাঠামো খাতে একাধিক বড় ঘোষণা করেছেন নির্মলা। বিহারের সড়ক যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে মোট ২৬ হাজার কোটি বরাদ্দ করেছে মোদি সরকার। যে টাকায় নতুন একগুচ্ছ সড়ক তৈরি হবে।
বিহারে সড়ক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে, কেন্দ্র সরকার বিশেষ এক্সপ্রেসওয়ে তৈরি কথা জানিয়েছে যা পটনা এবং পূর্ণিয়া এবং বক্সার এবং ভাগলপুরকে জুড়বে। আরেকটি এক্সপ্রেসওয়ে বোধগয়া, রাজগীর, বৈশালী এবং দ্বারভাঙ্গাকে জুড়বে। এছাড়াও, বিহারের বক্সার জেলার গঙ্গার উপর একটি দুই লেনের সেতু তৈরিও হতে চলেছে। অর্থমন্ত্রী নির্মলা ভাগলপুর জেলার পিরপাইন্তিতে ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র তৈরিরও ঘোষণা করেছেন।
পর্যটনের লক্ষ্যে বিহারের গয়া এবং রাজগীরে মন্দির করিডোর তৈরির পরিকল্পনার রূপরেখাও দিয়েছে কেন্দ্র। বন্যা থেকে বিহারকে রক্ষা করার জন্য বন্যা নিয়ন্ত্রণ কাঠামো গড়তে ১১,৫০০ কোটি টাকার আর্থিক সহায়তায় প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র।
দেশের পূর্বাঞ্চলের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে মোদি ৩.০ ইতিমধ্যেই পূর্বোদয় উদ্যোগের কথা ঘোষণা করেছে। বিহার এই পূর্বোদয়েরই অংশ। বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের সর্বাঙ্গীণ উন্নয়নের জন্য পূর্বোদয় প্রকল্প নেওয়া হয়েছে যাতে এই অঞ্চলের মানবসম্পদ উন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগ তৈরির লক্ষ্যে কাজ করা হবে।