Budget 2024: পেনশনভোগীদের জন্য বিরাট ঘোষণা! কতটা আয়কর ছাড় দিলেন নির্মলা?

Union Budget Tax Slab 2024: নির্মলা সীতারমণ বলছেন, এই নতুন ট্যাক্স স্ল্যাবের ফলে বেতনবুক্ত কর্মীরা ১৭,৫০০ টাকার মতো সঞ্চয় করতে পারবেন।

প্রত্যাশা ছিলই! অন্তর্বর্তীকালীন বাজেটে কর ব্যবস্থা নিয়ে কোনও ঘোষণাই করেনি নির্মলা সীতারমণের অর্থমন্ত্রক। এই মুহূর্তে দেশে দুই ধরনের কর ব্যবস্থা চালু আছে, নতুন এবং পুরনো। বিশ্লেষকদের অনুমান ছিল, করের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছিল, তা বড়ানো হবে এবার। বাজেট বিশেষজ্ঞদের ধারণা ছিল, সরকার এটি বাড়িয়ে ১ লক্ষ টাকা করতে পারে। নতুন ট্যাক্স ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হয়েছে ঠিকই, তবে ১ লক্ষ করা হয়নি। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ২০২৪ সালের কেন্দ্রীয় বাজেট ঘোষণা করার সময় জানান, ৫০,০০০ থেকে বাড়িয়ে তা ৭৫,০০০ টাকা করা হবে।

নির্মলা সীতারমণ নতুন ব্যবস্থায় ট্যাক্স স্ল্যাবগুলির সংশোধনের কথাও ঘোষণা করেছেন।

সংশোধিত স্ল্যাব কেমন হতে চলেছে?

৩ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে - কর শূন্য
৩ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা আয় হলে - কর ৫ শতাংশ
৭ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা আয় হলে - কর ১০ শতাংশ
১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা আয় হলে - কর ১৫ শতাংশ
১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা আয় হলে - কর ২০ শতাংশ
১৫ লাখ টাকার উপর আয় হলে - কর ৩০ শতাংশ

নির্মলা সীতারমণ বলছেন, এই নতুন ট্যাক্স স্ল্যাবের ফলে বেতনবুক্ত কর্মীরা ১৭,৫০০ টাকার মতো সঞ্চয় করতে পারবেন। পুরানো ট্যাক্স স্ল্যাবগুলিতে কোনও পরিবর্তন হবে না বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। পেনশনভোগীদের জন্য পারিবারিক পেনশনের উপর ছাড় ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করা হবে। প্রায় চার কোটি বেতনভোগী এবং পেনশনভোগীরা এতে স্বস্তি পাবেন বলে জানিয়েছেন নির্মলা।

আরও পড়ুন- Budget 2024: পেনশনভোগীদের জন্য বিরাট ঘোষণা! কতটা আয়কর ছাড় দিলেন নির্মলা?

কিছু আর্থিক সম্পদের স্বল্পমেয়াদি লাভের উপর ২০ শতাংশ কর ধার্য করা হবে বলে জানিয়েছেন নির্মলা। সমস্ত ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল সম্পদের দীর্ঘমেয়াদি লাভের উপর ১২.৫ শতাংশ কর ধার্য করা হবে।

অ্যাঞ্জেল ট্যাক্স বিলুপ্ত করার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। স্টার্ট-আপ ইকোসিস্টেমকে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্র সরকার সমস্ত শ্রেণির বিনিয়োগকারীদের জন্য অ্যাঞ্জেল ট্যাক্স বাতিল করার ঘোষণাও করেছে।

নির্মলা ঘোষণা করেছেন, সময়ে TDS না দিলে তা অপরাধ নয়। ক্যাপিট্যাল গেনে ছাড় ১ লক্ষ থেকে বাড়িয়ে করা হয়েছে ২.২৫ লক্ষ। ই-কমার্সের উপর টিডিএস কমানোর ঘোষণাও করেছেন নির্মলা। দেরিতে আয়কর জমা দিলে আগের তুলনায় কম জরিমানা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। নির্মলার হিসেব, ৫৮ শতাংশ করদাতা নতুন কর কাঠামোয় কর জমা করেছেন। এবার ইনকাম ট্যাক্স আইন আরও সহজ করার কথা ভাবছে মোদি সরকার। দেশে যে দু'ধরনের আয়কর কাঠামো চালু আছে তাতে নতুন কর কাঠামোয়, কম কর হলেও তেমন কোনও কর ছাড় পাওয়া যায় না। পুরনো কাঠামোয় অপেক্ষাকৃত করের হার বেশি হলেও এতে নানা ছাড় আছে।

More Articles