ভালুকের সাজে প্যান্ট পরা মানুষ! চিনের এই চিড়িয়াখানায় যা ঘটেছে আসলে...

China Zoo Viral Bear: চিনের নানা চিড়িয়াখানায় মানুষ বা অন্যান্য প্রাণীকে সম্পূর্ণ অন্য প্রজাতির প্রাণী সাজিয়ে পেশ করার এক অদ্ভুত ইতিহাস রয়েছে।

চিড়িয়াখানায় ভিড় বাড়াবার মরসুম আসছে। মাস কয়েক পরেই হালকা শীতের রোদে ছানাপোনা সহযোগে, অথবা সবান্ধব চিড়িয়াখানায় খাঁচা বন্দি প্রাণিদের দেখার পালা। বন্যপ্রাণীদেরকে শহুরে পরিবেশের কিঞ্চিৎ দূরেই এক অরণ্যে দেখার স্বাদ তো এভাবেই মেটে। কিন্তু বিভিন্ন দেশের নানা চিড়িয়াখানাতেই কমেছে প্রাণীর সংখ্যা। তাবলে, চিড়িয়াখানার বাজার ধরে রাখতে গিয়ে মানুষই জন্তু সেজে ফেলবে! চিনের একটি চিড়িয়াখানাতে নাকি এমনই ঘটেছে! চিড়িয়াখানায় যে ভালুক রয়েছে, তা আসলে অমন পোশাক পরা মানুষ! একটি ভালুকের ভিডিও ভাইরাল হয়, তাতে পিছনের পায়ে ভর দিয়ে যে ভালুকটি দাঁড়িয়ে রয়েছে, তা নাকি মানুষ, রীতিমতো প্যান্ট পরা মানুষ!

ভালুকের ওই ভিডিও থেকে জুম করে নেওয়া একটি অংশে প্রাণীটিকে দেখা যাচ্ছে। তার পিছনের পায়ে এক্কেবারে প্যান্টের মতো ভাঁজ! সঙ্গে সঙ্গে সাংবাদিকদের দৌড়, খবরে খবরে ছেয়ে যায় এবং চিড়িয়াখানা প্রাণীদের জায়গায় 'ছদ্মবেশে মানুষ' ব্যবহার করছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু চিনের ওই হ্যাংজু চিড়িয়াখানা এসব অভিযোগ থেকে দূরে সরিয়ে নিয়েছে নিজেদের। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, চিড়িয়াখানার ওই ভালুক আসলে মালয়েশিয়ান সান বিয়ার।

হ্যাংজু পালটা একটি ভিডিও করে, তাতে ভালুকের গলাতে একজনকে দিয়ে বলানো হয়, "কিছুজন ভাবছেন, আমি আসলে একজন মানুষ, মানুষের মতো দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে, আপনারা আসলে আমাকে ভালো করে বোঝোননি।"

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Straits Times (@straits_times)

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, ভাইরাল হওয়া ওই ভিডিওটি যে সময়ের, সেই সময় চরম গরম পড়েছিল। চিনের ফিনিক্স নিউ মিডিয়া অনুসারে প্রায় ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছিল সেই সময়ের তাপমাত্রা। একজন মানুষ ভালুকের স্যুট পরে ওই গরমে দাঁড়িয়ে আছেন, তা হতেই পারে না।

চিড়িয়াখানা আরও বলছে, সূর্য ভালুক বা সান বিয়ার আসলে ভালুকের ক্ষুদ্রতম প্রজাতি। এই ভালুকের মেজাজ বিশেষ মৃদু। মানে, আগত দর্শকদের সঙ্গে যোগাযোগ করার জন্য পিছনের পায়ে ভর দিয়ে সান বিয়ারের দাঁড়ানো অস্বাভাবিক কিছু নয়। মানুষে দেখে, নেতাদের মতো হাতও নাড়ে তারা।

তবে, যা রটে, তার কিঞ্চিৎ তো ঘটে, কখনও না কখনও, কোথাও না কোথাও! চিড়িয়াখানার এই ভালুক নাহয় সত্যিই ভালুক। তবে চিনের নানা চিড়িয়াখানায় মানুষ বা অন্যান্য প্রাণীকে সম্পূর্ণ অন্য প্রজাতির প্রাণী সাজিয়ে পেশ করার এক অদ্ভুত ইতিহাস রয়েছে।

২০১৯ সালে চাংঝোতে ইয়ানচেং ওয়াইল্ড অ্যানিমেল ওয়ার্ল্ডের দুই চিড়িয়াখানার কর্মী গরিলার পোশাক পরেই তাদের পরিখার চারপাশের জলে ঝাঁপ দিয়েছিলেন। দর্শকরা অভিযোগ করার পরে চিড়িয়াখানাটি বলেছিল, এপ্রিল ফুল পালন হচ্ছিল!

২০১৩ সালে, চিনের লুহেতে একটি চিড়িয়াখানা একটি কুকুরকে সিংহ সাজিয়ে ফেলেছিল! ওই চিড়িয়াখানার আফ্রিকান সিংহটি আসলে নাকি এক তিব্বতি মাস্টিফ! কুকুরগুলিকে চিড়িয়াখানার নেকড়ের খাঁচায় রেখে দেওয়া হয়েছিল।

More Articles