WBCS ইতিহাস জেনারেল পেপার : প্রাচীন ভারতের ইতিহাস ও হরপ্পা সভ্যতা
WBCS History Harappa Civilization Chapter: ১৯২২ খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদের পশ্চিম তীরে মহেঞ্জোদারো নামক স্থানে এক উন্নত সভ্যতা আবিষ্কার করেন।
বিশ শতকের সূচনায় সিন্ধু নদের অববাহিকায় খননকার্য চালিয়ে আর্য পূর্ব যুগের এক উন্নত সভ্যতা আবিষ্কৃত হয়েছিল। যার ফলে প্রমাণিত হয়েছে, খ্রিস্টের জন্মের প্রায় তিন হাজার বছর আগে ভারতে এক উন্নত নগর সভ্যতার উন্মেষ হয়েছিল এবং এই সভ্যতা মিশর, সুমের, ব্যাবিলন ও আক্কাদের সভ্যতার সমসাময়িক। ১৯২১ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি পঞ্জাবের মন্টোগোমারি জেলায় ইরাবতী বা রাবি নদীর তীরে এক উন্নত নগর সভ্যতার সন্ধান পান। এই একই সময়ে ১৯২২ খ্রিস্টাব্দে বিশিষ্ট বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদের পশ্চিম তীরে সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো নামক স্থানে এক উন্নত সভ্যতা আবিষ্কার করেন। এই আবিষ্কারের সঙ্গে স্যার জন মার্শাল, স্যার মর্টিমার হুইলার, ম্যাকে, পিগট, ফ্রাঙ্কফোর্ট, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, ননীগোপাল মজুমদার প্রমুখ প্রত্নতত্ত্ববিদের নাম জড়িয়ে আছে। হরপ্পা সভ্যতার নামকরণ : সিন্ধু নদের তীরে প্রথম এই সভ্যতা আবিষ্কৃত হয় বলে আগে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হতো। তবে সাম্প্রতিককালে সিন্ধুতট অতিক্রম করে ভারত ও ভারতের বাইরে বিস্তীর্ণ অঞ্চলে ছোট বড় মিলিয়ে এই সভ্যতার প্রায় ১৫০০টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। এখন আর এটি সিন্ধু সভ্যতা বলে পরিচিত নয়…

Whatsapp
Support quality writing
Encourge writers
Access on any device
