WBCS ইতিহাস জেনারেল পেপার: ভারতে ইউরোপীয় শক্তির আগমন
WBCS History European Powers in India : বলা যেতে পারে ভারতে ইউরোপীয় শক্তির আগমনের সময় থেকেই আধুনিক ইতিহাসের সূচনা হয়েছে
যতই আমরা প্রাচীন মধ্য এবং আধুনিক যুগের ইতিহাসের কথা বলি না কেন ইতিহাস আসলে ধারাবাহিকভাবে চলতেই থাকে। একটা যুগের অবসান হয়ে কখন আরেকটা যুগ শুরু হয় সঠিকভাবে সেই সময়ের রেখা টানা প্রায় সম্ভব নয় বললেই চলে। তবুও বলা যেতে পারে ভারতে ইউরোপীয় শক্তির আগমনের সময় থেকেই আধুনিক ইতিহাসের সূচনা হয়েছে। অনেক ঐতিহাসিক আবার ভারতে ইউরোপীয় শক্তির আগমনের সময়কালকে মধ্যযুগের ইতিহাস বলেও মনে করে থাকেন। পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি:- ১. ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরাই প্রথম ভারতে ব্যবসায়িক সূত্রে এসেছিলেন এবং ভারত ছেড়ে সবার শেষে পর্তুগিজরাই গিয়েছিল। ২. প্রথম ২০ মে ১৪৯৮ সালে ভাস্কো দা গামা একজন গুজরাটি নাবিক আব্দুল মাজিদের সাহায্যে কালিকট বন্দরে এসে পৌঁছান। ৩. সেই সময় কালিকটের হিন্দু রাজা ছিলেন জামোরিন। তিনি সামূর্থী নামেও পরিচিত। ৪. ভারতবর্ষে পর্তুগিজদের একমাত্র এবং প্রধান উদ্দেশ্য ছিল মশলা বিশেষ করে গোলমরিচের ওপর একচেটিয়া ব্যবসায়িক আধিপত্য স্থাপন করা। ৫. ভারতবর্ষে তাদের প্রথম এবং প্রধান প্রতিযোগী ছিল আরবরাই। ৬. ভাস্কো দা গামা যখন প্রথমবার ভারতবর্ষে আসেন তখন তিনি মাত্র তিন মাস এখানে ছিলেন। ৭. ১৫০০ সালে…

Whatsapp
Support quality writing
Encourge writers
Access on any device
