দেশে এবার আগাম বর্ষা? ভোটের শেষ দিন এবং গণনাতে ভিজবে কোন কোন জেলা?

Weather Update Today: বর্ষা কেরলে ইতিমধ্যেই প্রবেশ করেছে। কেরলের অনেক জায়গাতেই ইতিমধ্যে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

দু'দিনের প্রচণ্ড দাবদাহ সহ্য করেছিল প্রায় সারা বাংলা, বিশেষত দক্ষিণবঙ্গ। ভয়ানক অস্বস্তিকর সেই গরম থেকে অবশেষে রেহাই পেল কলকাতা সহ বাংলার অন্যান্য জেলা। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব বাকি জেলাতে তেমন না পড়লেও ঝড়বৃষ্টি হয়েছিল কলকাতা ও দুই চব্বিশ পরগণা, মেদিনীপুরে। তবে সেই ঘূর্ণিঝড়ের ঠিক পরেই ভ্যাপসা গরম, মারাত্মক তাপমাত্রা। এই অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি দিল স্বস্তির বৃষ্টি। দক্ষিণবঙ্গের বহু জেলাতেই বৃহস্পতিবার সন্ধে থেকে সারা রাত বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর বলছে, শেষ দফার ভোটের দিন বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। এমনকী ভোটগণনার দিনেও হতে পারে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি হতে পারে। কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

১ জুন দেশ জুড়ে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। ভোট রয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার অধিকাংশ কেন্দ্রে। ৪ জুন ভোটগণনা। অর্থাৎ ১ তারিখ শনিবার তো বৃষ্টির সম্ভাবনা আছেই, সেই রেশ ভোট গণনা অবধি চলতে পারে। এরই মধ্যে সুখবরও জানিয়েছে হাওয়া অফিস। দেশে ঢুকে গিয়েছে বর্ষা, নির্ধারিত সময়ের বেশ আগেই। বর্ষা কেরলে ইতিমধ্যেই প্রবেশ করেছে। কেরলের অনেক জায়গাতেই ইতিমধ্যে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন- ব্রিটিশদের ‘বর্জ্য’! খড়গপুর রেল কলোনিতে মুছে গেছে অ্যাংলো জীবনের ঘ্রাণ

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও নির্দিষ্ট সময়ের ৭দিন আগেই বর্ষা ঢুকেছে। অর্থাৎ সারাদেশেই এবার আগাম বর্ষা, আশা করা যায় চরম দাবদাহ থেকে কিঞ্চিৎ রেহাই পাওয়া যাবে। তবে, পশ্চিমবঙ্গে বর্ষা কবে ঢুকবে, এখনই স্পষ্ট করে বলতে পারছেন না আবহবিদেরা। তবে সাধারণত বাংলায় বর্ষা ঢোকে জুনের প্রথম সপ্তাহে।

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টি চলছে। ঘূর্ণিঝড় উত্তর দিকে সরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরে বৃষ্টি শুরু হয়েছে উত্তরের জেলাগুলিতেও। শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলার পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের তিনটি জেলা পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূমেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সর্তকতা জারি করা হয়েছে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও দুই বর্ধমানে। ২ জুন দক্ষিণবঙ্গের প্রতি জেলাতেই বজ্র বিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রতি জেলাতেও হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।

More Articles