এখনই নয় গরম থেকে স্বস্তি! কবে ঢুকছে বাংলায় বর্ষা?

Weather Update: আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ১৩ জুনের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু ঢোকার সম্ভাবনা বেশ কম। ফলে এখনই বাংলায় গরম কমার সম্ভাবনা নেই।

কেরলে বর্ষা ঢুকলেও বঙ্গের অস্বস্তিকর আবহাওয়ার হাত থেকে রেহাই মেলেনি এখনও। ভোটের সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও সামান্য ভিজিয়েই থেমেছিল বৃষ্টির প্রকোপ। তার পর থেকে তেমন করে বৃষ্টি হয়নি বাংলায়। যদিও বৃহস্পতিবার বিকেলে সামান্য বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছিল কলকাতার আকাশে। তবে তা গরম কমানোর জন্য যথেষ্ট ছিল না। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ১৩ জুনের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু ঢোকার সম্ভাবনা বেশ কম। ফলে এখনই বাংলায় গরম কমার সম্ভাবনা নেই।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ১০ তারিখের গিকে মৌসুমী বায়ু কিছুটা দক্ষিণবঙ্গের দিকে এগোতে পারে। তার ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সামান্য হলেও বৃষ্টি বাড়ার কথা। তবে সম্পূর্ণ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলেই মনে করছেন আবহবিদেরা। বৃহস্পতিবার উত্তর এবং দক্ষিণ— দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। এর মধ্যে উত্তরে বর্ষা ঢোকায় সব জেলাতেই বৃষ্টির আগাম সতর্কতা ছিল। দক্ষিণবঙ্গেও সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ছিল। হাওয়া অফিসের ভবিষ্যদ্বাণীকে সত্যি করেই বৃষ্টি নেমেছিল বৃহস্পতি সন্ধেয়। তবে সেই বৃষ্টি স্থায়ী হয়েছিল সামান্য কিছুক্ষণই।

আরও পড়ুন: জ্বলছে সারা বাংলা! কবে বৃষ্টি, সুসংবাদ জানিয়ে দিল আবহাওয়া দফতর

আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানাচ্ছে, আগামী কয়েকদিনে অস্বস্তিকর আবহাওয়া আরও বাড়বে। সপ্তাহান্তে পরিস্থিতি আরও খারাপ হবে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই গরম বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তিও।

যদিও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। উত্তরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি চলার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার— এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস রয়েছে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী চারদিনে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে সেখানেও।

আরও পড়ুন:রাতেই নামবে জোর বৃষ্টি, সঙ্গে আসছে ঝড়ও! কী বলছে হাওয়া অফিস?

কলকাতাবাসী এখনই স্বস্তি পাচ্ছে না আদ্রতাজনীত অস্বস্তি থেকে। তবে বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। তবে সেই বৃষ্টিতে স্বস্তির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। স্থায়ী আরামের জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতেই হবে শহরবাসীকে।

 

More Articles