আজ যা দেখছেন, কাল সবই ভুল! বিজ্ঞানীদের কাছেও কেন বিস্ময় 'ম্যান্ডেলা এফেক্ট'?
Mandela Effect : এক ইউনিভার্স থেকে আরেক ইউনিভার্সে ‘মেমোরি লিকেজ’ হওয়ার কারণে আমরা কোনও জিনিস, যাকে আগে একরকম দেখতাম, সেরকম কোনও কিছুরই অস্তিত্ব ছিল না।
ধরুন, কোনও ঘটনায় আপনি একশো শতাংশ নিশ্চিত। দুম করে এসে একজন বলে দিল, যা আপনি ভাবছেন সব ভুল! নিমেষের মধ্যে আপনার একশো শতাংশ নিশ্চয়তা ভুল বলে বিবেচিত হলো। ঠিক কেমন লাগবে? কেমন হবে যদি এক সকালে ঘুম থেকে উঠে আপনি দেখেন, আপনার পেন দিয়ে লেখা সব কিছুই পেনসিলের লেখায় রূপান্তরিত হয়েছে! সবাইকে জিজ্ঞেস করে আপনি জানতে পারবেন, পৃথিবীতে পেন বলে কোনও কিছুর অস্তিত্বই নেই। কেমন হবে যদি আগের রাতে আপনি ফেসবুক ঘেঁটে ঘুমাতে যান, এবং পরের দিন ঘুম থেকে উঠে জানতে পারেন পৃথিবীতে ফেসবুক বলে কোনও অ্যাপ কস্মিনকালেও আসেনি। অথচ আপনি একশো শতাংশ নিশ্চিত যে আপনি পেনে লিখেছেন, ফেসবুক ব্যবহার করেছেন। পুরো ব্যাপারটা শুনতে কেমন আজগুবি লাগছে না? মনে হচ্ছে না, কোনও কল্প বিজ্ঞানের গল্প? ফিকশন নয়, ঘোরতর বাস্তব! আসলে আপনার সঙ্গে যে ঘটনাটি ঘটছে তাকে বলে 'ম্যান্ডেলা এফেক্ট'। কী এই ম্যান্ডেলা এফেক্ট, এর সঙ্গে নেলসন ম্যান্ডেলার সম্পর্কই বা কী? বাস্তবে সত্যিই এমন ঘটেছে মানুষের সঙ্গে? কেন হঠাৎ এমন ঘটতে পারে যে কারও সঙ্গে? যদি নেলসন ম্যান্ডেলার মৃত্যুদিন সম্পর্কে গুগলে…

Whatsapp
Support quality writing
Encourge writers
Access on any device
