কথায় কথায় এনআইএ চান শুভেন্দু, এনআইএ-এর আসল কাজ কী জানেন?

NIA on Duttapukur Blast: একটি বিষয় এখানে উল্লেখ্য, দত্তপুকুরের মোচপোলের ওই বাজি কারখানার মালিক জনৈক কেরামত আলি। তাঁর ছেলে রবিউল আলির মৃত্যু হয়েছে এই বিস্ফোরণে।

দত্তপুকুরের কারখানায় যে ব্যাপক বিস্ফোরণে অন্তত ৯ জনের প্রাণ গিয়েছে, তা আতশবাজির কারণে ঘটেনি! আরডিএক্স থাকার ফলেই ওই বিস্ফোরণ বলে দাবি করেছে বিজেপি। রাজ্যের বিরোধী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, এই বিস্ফোরণের তদন্ত যে সে করতে পারবে না। এনআইএ-কে দায়িত্ব দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করেছেন তিনি। প্রশ্ন হচ্ছে, প্রশাসনের পুলিশের উপর বিরোধী বিজেপির আস্থা নাও থাকতে পারে। কিন্তু সটান এনআইএ? কেন এই নির্দিষ্ট ঘটনাটিতে বিজেপি চাইছে কেন্দ্রের হস্তক্ষেপ? শুধুই আরডিএক্স নাকি নির্দিষ্ট সম্প্রদায়ের সঙ্গে তৃণমূলের যোগ ও ‘সন্ত্রাসবাদী’ পালনের বিষয়টিকে ২০২৪ সালে ভোটের আগে রাজ্যে ইস্যু করতে চাইছে বিজেপি? NIA আসলে কী? কখন এবং কেন গঠিত হয়েছিল এই সংস্থা? জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (National Investigation Agency) কি চাইলেই যে কোনও তদন্তে নামতে পারে? প্রসঙ্গত উল্লেখ্য এনআইএ গত ২৮ জুন দর্জি হত্যার তদন্তের দায়িত্ব নিয়েছে। এনআইএ আসলে কী? এনআইএ হচ্ছে একটি কেন্দ্রীয় সংস্থা। ভারতের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং অখণ্ডতা, বিদেশি রাষ্ট্রগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আন্তর্জাতিক চুক্তি, কনভেনশনকে প্রভাবিত করে এমন সব অপরাধের তদন্ত করে এনআইএ। এর…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles