পেট্রল পাম্পে কেন মোবাইল ব্যবহার নিষিদ্ধ? যে কারণ জানেন তা আদৌ সঠিক তো?

Petrol Pump Mobile Use: পেট্রোল পাম্পগুলিতে মোবাইল ফোন ব্যবহারের কারণে আগুন লাগা বা বিস্ফোরণ সম্পর্কিত কোনও নথিভুক্ত ঘটনা নেই।

ফোনে কথা বলতে দেখলেই পেট্রল পাম্পের কর্মীদের ধ্যাতানি উড়ে আসে। শুধু কর্মীরা কেন, অন্য যাত্রীরাও নিষেধ করেন। সমস্ত পেট্রল পাম্পেই ফোনে কথা না বলার বড় বড় সতর্কতা উল্লিখিত। পেট্রল পাম্পগুলিতে মোবাইল ফোন বন্ধ রাখতে বা ব্যবহার করাই বাঞ্ছনীয়। কিন্তু এর কারণ কী? কেন পেট্রল পাম্পে মোবাইল ফোন ব্যবহার করবেন না তার সঠিক কারণ অনেকেই জানেন না। ফোন থেকে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফলে বিস্ফোরণ হতে পারে এটাই সাধারণ প্রচলিত ধ্যান ধারণা। মানুষজনের মধ্যে প্রচলিত বিশ্বাস হলো, মোবাইল ফোন থেকে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন সেই পর্যাপ্ত শক্তি তৈরি করতে পারে যা সরাসরি পেট্রলের বাষ্পে আগুন ধরিয়ে দিতে পারে বা কাছাকাছি থাকা কোনও ধাতব বস্তুতে স্ফুলিঙ্গ সৃষ্টি করতে পারে যা থেকে বিস্ফোরণ ঘটতে পারে।

ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ মোবাইল ফোন এবং টাওয়ারের মধ্যে দ্বিমুখী যোগাযোগ সাধন করে। এই তরঙ্গগুলির শক্তির মাত্রা অত্যন্ত বেশি বলেই বিস্ফোরণের আশঙ্কা উদ্বেগের প্রধান কারণ। তবে মোবাইল ব্যবহারের কারণে এই ধরনের বিস্ফোরণের প্রমাণের যথেষ্ট অভাব রয়েছে। বৈজ্ঞানিক নানা তথ্যই বলছে, গ্যাস স্টেশনে বিস্ফোরণ এবং ফোন ব্যবহারের মধ্যে সংযোগের কোনও প্রমাণ নেই। বরং গবেষণায় প্রমাণিত হয়েছে যে পেট্রল পাম্পে লাগা আগুনের কোনওটিই সেলফোন ব্যবহারের সঙ্গে সম্পর্কিত ছিল না। যে ব্যাটারি থেকে মোবাইল ফোন শক্তি পায় সেগুলি কম ভোল্টেজের, তাই এগুলি পেট্রল পাম্পে স্ফুলিঙ্গ তৈরির জন্য যথেষ্ট শক্তিশালী নয়৷ তবে হ্যাঁ, ত্রুটিপূর্ণ ব্যাটারি বিস্ফোরণ ঘটাতে পারে। কিন্তু ত্রুটিপূর্ণ ব্যাটারি সহ ফোন ব্যবহারের সম্ভাবনা খুবই কম।

আরও পড়ুন- বছরে মারেন ৭০০০ ইঁদুর! কাটা লেজের বিনিময়ে জিতেছেন জাতীয় পুরস্কার! কে এই ইঁদুর আনোয়ার?

তবে হোস পাইপ বিস্ফোরণের কারণ হতে পারে। পেট্রল পাম্পে হোস পাইপ থেকে বিস্ফোরণ ঘটতে পারে কারণ একমাত্র হোস পাইপ থেকেই জ্বালানি তেল নির্গত হয়। পেট্রল পাম্পে সতর্কতা বজায় রাখতে ফোন না ব্যবহার করাই ভালো কিন্তু তা গোটা পেট্রল পাম্পকে জ্বালিয়ে দেবে এমন নাও হতে পারে৷ ফোন ব্যবহার না করা মানে কেবল ফোন করা না, টেক্সট মেসেজ করা, নোটিফিকেশন দেখা সবটাই অন্তর্ভূক্ত।

পেট্রোলিয়াম ইকুইপমেন্ট ইনস্টিটিউটের একটি রিপোর্ট অনুসারে, পেট্রোল পাম্পগুলিতে মোবাইল ফোন ব্যবহারের কারণে আগুন লাগা বা বিস্ফোরণ সম্পর্কিত কোনও নথিভুক্ত ঘটনা নেই। তবে পথেঘাটে মোবাইল ব্যবহার করার ফলে গাড়ি চাপা পড়া, অন্য দুর্ঘটনা ইত্যাদি ঘটতেই পারে।

More Articles