ব্ল্যাক উইডোকে গুঁড়ো করে নেশা! ভয়াবহ যে আসক্তি কাঁপিয়ে দিয়েছিল বিশ্বকে...

Black Widow Spider Drugs: ওই মহিলা ব্ল্যাক উইডো মাকড়সার দেহ গুঁড়ো করে ১০ মিলিলিটার পাতিত জলে মিশিয়ে তারপর ইনজেকশনে ভরে দেহে নেন।

নেশার জন্য মানুষ কতদূর যেতে পারে? উত্তরটা কোনও পরিমাপেই ধরা যাবে না। দেহে সিরিঞ্জে করে মাদক প্রয়োগ, নাক দিয়ে গুঁড়ো পাউডার টেনে নেওয়া, জিভে সাপের ছোবল! ভয়াবহ পথে হেঁটে যেতে পারেন নেশায় আসক্ত মানুষ। সাপেই শেষ নয়, মাকড়সাও রয়েছে নেশার তালিকায়। বিখ্যাত (কুখ্যাতও) ব্ল্যাক উইডো মাকড়সাকে পিষে, গুঁড়ো করে নেশা করেছিলেন এক মহিলা। বহুকাল আগে, ১৯৯০-এর দশকের ঘটনা। গুঁড়ো মাকড়সার ইনজেকশন দেহে নিয়ে ফলাফল মোটেও ভালো হয়নি। আইসিইউ অবধি তাঁকে টেনে নিয়ে যায় ব্ল্যাক উইডোর বিষ, সঙ্গে শ্বাসকষ্ট, পেশিতে যন্ত্রণা এবং সম্ভাব্য অ্যানাফিল্যাক্সিস ধরা পড়ে তাঁর দেহে।

অস্বাভাবিক এই ঘটনাটি প্রকাশিত হয় ১৯৯৬ সালের অ্যানালস অব ইমার্জেন্সি মেডিসিনের একটি প্রতিবেদনে। ৩৭ বছর বয়সী ওই মহিলা ব্ল্যাক উইডো মাকড়সার দেহ গুঁড়ো করে ১০ মিলিলিটার পাতিত জলে মিশিয়ে তারপর ইনজেকশনে ভরে দেহে নেন। পরে ডাক্তারদের তিনি জানিয়েছিলেন, নেশা করে 'হাই' হতে ওই ইনজেকশনটি নিয়েছিলেন। তার ঠিক ১ ঘণ্টা যেতে না যেতেই পেশিতে গুরুতর যন্ত্রণা নিয়ে জরুরি বিভাগে ভর্তি হতে হয় ওই মহিলাকে।

পেট, উরু এবং পিঠে ভয়াবহ যন্ত্রণা হচ্ছিল তাঁর এবং সঙ্গে মাথাব্যথা ও উদ্বেগ। পরীক্ষার পর দেখা যায় তাঁর হৃদস্পন্দন এবং রক্তচাপ যথাক্রমে প্রতি মিনিটে ১৮৮ এবং ১৮৮/১০৮। সাধারণ মানুষের স্বাস্থ্যকর রক্তচাপ প্রায় ১২০/৮০ মিমি। চরম এই ব্যথা উপশমে মরফিন প্রয়োগ করা হয় কিন্তু তারপরেই প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। পরবর্তীতে আইসিইউতে ভর্তি করা হয়, টানা কয়েকদিন শ্বাস নেওয়ার জন্য নানা কৃত্রিম পদ্ধতির সাহায্য নিতে হয় ওই মহিলাকে। চিকিৎসকরা জানাচ্ছেন, ব্রঙ্কিয়াল মসৃণ পেশির সংকোচনের ফলেই এই তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। সম্ভবত ব্ল্যাক উইডোর বিষের মাত্রাতিরিক্ত পরিমাণের জন্যই এই বিপত্তি ঘটে।

আরও পড়ুন- এ যুগের ‘রেভ পার্টি’ও ফেল! জানেন ব্রোঞ্জ যুগে নেশায় কতটা আসক্তি ছিল মানুষের?

ব্ল্যাক উইডোর বিষ একটি র‍্যাটলস্নেকের চেয়েও ১৫ গুণ বেশি শক্তিশালী। এগুলি যদি একা থাকে, কাউকে কিছুই করে না। বিষের প্রভাবও বোঝা যায় না। কিন্তু যদি কোনওটিকে পিষে কেউ ইনজেকশন নেন তাহলে বুঝতে হবে, বিপদ ভালোবেসেই ডেকে এনেছেন তিনি।

বেশিরভাগ সুস্থ প্রাপ্তবয়স্করাই এই বিষের জ্বালায় অসুস্থ বোধ করবেন এবং প্রবল ব্যথা অনুভব করবেন কিন্তু শেষমেশ সেরেও যাবেন। কিন্তু অল্পবয়সীরা, মানে শিশু, বয়স্ক বা যাদের আগে থেকেই কোন রোগ আছে তাঁদের জন্য অবস্থা মারাত্মক হতে পারে।

ব্ল্যাক উইডো গুঁড়ো করে ইনজেকশন নেওয়া মহিলার চিকিৎসকরা জানিয়েছিলেন, মাকড়সার দেহে থাকা একটি প্রোটিন অ্যালার্জি সৃষ্টি করতে পারে যার কিছু গুরুতর লক্ষণ দেখা দিতে পারে। চিকিৎসকরা জানাচ্ছেন, ওই মহিলার আগে থেকেই হাঁপানি ছিল, যার ফলে মাকড়সার বিষ আরও বীভৎস প্রভাব ফেলেছে। তবে নেশার এই মারাত্মক প্রভাব থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে যান ওই মহিলা।

More Articles