মক্কেলের হয়ে ওকালতি করবে রোবট! প্রথমবার এমন ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব

World's first Robot Lawyer : প্রযুক্তির এমন অত্যাধুনিক বিস্ফোরণের যুগে যদি কোনও যন্ত্র আপনার উকিল হয়? কিংবা, কোনও রোবট?

সরল হোক বা জটিল, মামলা মোকদ্দমা তো মানুষের জীবনে লেগেই আছে। অপরাধের বিচার হোক, বা সম্পত্তির ভাগাভাগি, ডিভোর্স – সবেতেই সেই কোর্টই ভরসা। উকিলদের সঙ্গে যোগাযোগও চলতে থাকে নিরন্তর। এঁরা প্রত্যেকেই জ্বলজ্যান্ত, রক্তমাংসের মানুষ। কিন্তু প্রযুক্তির এমন অত্যাধুনিক বিস্ফোরণের যুগে যদি কোনও যন্ত্র আপনার উকিল হয়? কিংবা, কোনও রোবট?

এক ঝলক শুনলে মনে হবে কল্পবিজ্ঞানের কোনও কাহিনি। কিংবা সিনেমার কোনও ভিএফএক্সের জাদু। কিন্তু এমনটাই ঘটতে চলেছে ২০২৩-এর পৃথিবীতে। বিশ্বে প্রথমবার মানুষের হয়ে আদালতে গিয়ে ওকালতি করবে রোবট! সবকিছু ঠিক থাকলে নতুন বছরেই ফেব্রুয়ারি মাসে ‘মক্কেলের’ হয়ে মামলা লড়বে এই এআই রোবট। ইতিহাসে প্রথমবার এমন ঘটনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় গোটা বিশ্ব।

কিন্তু কীভাবে মামলা লড়বে রোবট? আসলে এটি কোনও যন্ত্রমানব নয়; বরং প্রযুক্তির ভাষায় একে বলে ‘বট’ (BOT)। মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবেই কাজ করবে এই রোবট। কীভাবে? প্রথমে ব্যবহারকারীর স্মার্টফোনে একটি বিশেষ অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটির নাম ‘ডু নট পে’ (DoNotPay)। তারপর নিজের প্রয়োজনীয় তথ্য, মামলার বিবরণ ইত্যাদি নথি দিতে হবে। তারপর সবকিছু বিবেচনা করে এই বট নিজের খেল দেখাবে। লিগাল কাগজপত্র থেকে শুরু করে যাবতীয় নথি এনে রাখবে আপনার সামনে।

আর কোর্টে? ‘ডু নট পে’ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, স্মার্টফোনে এই অ্যাপটি খুলে রাখবেন মক্কেল। সঙ্গে থাকবে একটি ইয়ারপিস বা হেডফোন। কোর্টের ভেতর যা সওয়াল জবাব হচ্ছে, সমস্তটাই স্মার্টফোনের মাধ্যমে রেকর্ড করে নেবে রোবট। তারপর কী করণীয়, সেটা হেডফোনের মাধ্যমে মক্কেলকে বলবে রোবট। সেই অনুযায়ী নিজের সিদ্ধান্ত নিতে পারবেন ওই ব্যক্তি। আর পুরো কাজটার জন্য কোনও পারিশ্রমিক নেবে না ওই রোবট! সেজন্যই অ্যাপের নাম ‘ডু নট পে’। অবশ্য কোথায় এই ঐতিহাসিক মামলা হবে, কে হবেন মক্কেল, সেসব এখনও জানায়নি ওই সংস্থা।

২০১৫ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ার জোশুয়া ব্রাউডার এই বিশেষ অ্যাপটি তৈরি করেন। প্রথমে অবশ্য সামান্য চ্যাটবট হিসেবেই এর যাত্রা শুরু হয়েছিল। ফোনের মাধ্যমেই ব্যবহারকারীদের আইনি পরামর্শ দিত এটি। পরে একটু একটু করে এআই প্রযুক্তির মধ্যে ঢোকে এই সংস্থা। প্রতি বছর মাত্র ৩৬ ডলার সাবস্ক্রিপশন ফি দিতে হয়। ব্যস, আর কিচ্ছু নয়। বাকি কাজটা পুরোটাই একদম বিনামূল্যে। এভাবেই এআই রোবটের মাধ্যমে ওকালতির ভাবনা সামনে আনেন জোশুয়া। এই মুহূর্তে আমেরিকা ও ইংল্যান্ডে এই অ্যাপটি অত্যন্ত জনপ্রিয়। এখন অপেক্ষা বিশ্বের প্রথম রোবট উকিলের কোর্টে যাওয়ার।

More Articles