একটি নয়, সংখ্যায় অনেক! পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু, শেষের সেদিন কি এসেই গেল?
Giant Asteroids coming toward Earth : ইতিমধ্যেই পৃথিবীর দিকে তীব্র গতিতে ধেয়ে আসছে একটি বিশাল গ্রহাণু। আক্ষরিক অর্থেই এটি বেশ বড় একটি গ্রহাণু।
বাংলায় একটা প্রবাদ আছে, ‘একা রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর’। এই মুহূর্তে মহাকাশের দিকে তাকিয়ে বিজ্ঞানী ও গবেষকদেরও তেমনটাই মনে হচ্ছে। কেন? সম্প্রতি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা একটি বিশেষ ঘোষণা করেছেন। ঘোষণা না বলে ‘সতর্কবার্তা’ বললেও অন্যথা হয় না। নাসার বিজ্ঞানীরা বলছেন, ইতিমধ্যেই পৃথিবীর দিকে তীব্র গতিতে ধেয়ে আসছে একটি বিশাল গ্রহাণু। আক্ষরিক অর্থেই এটি বেশ বড় একটি গ্রহাণু। খুব দ্রুত পৃথিবীর কাছাকাছি চলে আসবে এটি। তবে এই একটিই নয়, তার পেছনে পেছনে আরও বেশ কয়েকটি বিশালাকার পাথর ছুটে আসছে এই গ্রহেরই দিকে! শেষের সেদিন তাহলে সত্যিই ভয়ংকর! পৃথিবীর ভয়ানক ক্ষতি করবে এই গ্রহাণুগুলি!
এমনিতে মহাকাশ জুড়ে ঘুরে বেড়ায় এই গ্রহাণুপুঞ্জ। মাঝে মাঝে কয়েকটি পৃথিবীর দিকে চলেও আসে। কিন্তু বেশিরভাগের আকার ছোট হওয়ায়, পৃথিবীর বায়ুমণ্ডলেই সেটি শেষ হয়ে যায়। উল্কাপাতের সেই দৃশ্য দেখে আমরাও চমকিয়ে উঠি। তবে এবারের পরিস্থিতি একটু অন্যরকম। নাসার বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, যে গ্রহাণুটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে, সেটি নেহাত ছোট নয়। বরং যথেষ্ট বড়। কতটা বিশাল এই গ্রহাণু? বিজ্ঞানীরা বলছেন, ১৮৭০ থেকে ৪২৬৫ ফুট চওড়া এই গ্রহাণুটি। এর নাম দেওয়া হয়েছে ‘199145 (2005 YY128)’। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজের থেকেও কয়েক গুণ বড় এটি।
আরও পড়ুন : ভেঙে পড়ল সূর্যের এক জ্বলন্ত অংশ! ছিটকে আসবে কি পৃথিবীর দিকেই?
বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর কাছেই চলে এসেছে এই বিশাল গ্রহাণু। তবে কি পৃথিবীর ওপর আছড়ে পড়তে পারে এটি? এই প্রশ্নের এখনও কোনও সদুত্তর নেই নাসার কাছে। আর এখানেই প্রমাদ গুনছেন সবাই। বিজ্ঞানীদের বক্তব্য, ১৬ ফেব্রুয়ারির মধ্যে এটি পৃথিবীর খুব কাছে চলে আসবে। আগামী সপ্তাহের মধ্যেই ‘যা হওয়ার হবে’। পৃথিবীর ওপর আছড়ে পড়বে কিনা, সে নিয়ে এখনও নিশ্চিত নন বিজ্ঞানীরা। যদি আছড়ে পড়ে, তাহলে ভয়ংকর বিপদের সামনে পড়বে পৃথিবী। অনেক প্রাণ, অনেক ধ্বংসলীলা দেখবে, এমন আশঙ্কার কথাও বলেছেন বিজ্ঞানীরা।
সবটাই নির্ভর করছে গ্রহাণুর গতিবিধির ওপর। যদি পৃথিবীর পাশ থেকে বেরিয়ে যায়, তাহলে তো রক্ষা। সেটা না হলে সমূহ বিপদ। তবে এই একটি গ্রহাণুই নয়; ২০২৩-এ আরও বেশ কয়েকটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে বলে জানিয়েছে নাসা। যেমন ধরা যাক 363505 (2003 UC20) গ্রহাণু। প্রায় ৬২৩০ ফুট চওড়া এই পাথরটি বুর্জ খলিফার থেকেও দ্বিগুণ বড়! এই বছরের নভেম্বরেই সেটি পৃথিবীর কাছাকাছি চলে আসবে।
এরপর এপ্রিল থেকে ডিসেম্বর অবধি আরও কয়েকটি গ্রহাণু পৃথিবীর দিকে ছুটে আসবে। প্রায় প্রতিটিই অন্তত ৪০০০ ফুট চওড়া বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আপাতত গতিপথ ও অবস্থান দেখে মনে হচ্ছে, পৃথিবীর কান ঘেঁষে চলে যাবে সেসব। কিন্তু একটু এদিক থেকে ওদিক হলেই সমস্যা। তার ওপর ফেব্রুয়ারির এই ‘বিপদ’ তো আছেই! সবদিকেই কড়া নজর রেখেছে নাসা। বিপদের বিউগল কি আদৌ বাজবে? আপাতত সেই কথা বলার জন্য খানিকটা সময় অপেক্ষা করতেই হবে।