ছিলেন মানুষ, রাতারাতি হয়ে গেলেন কুকুর! তারপর? অদ্ভুত এই ঘটনায় হইচই সোশ্যাল মিডিয়ায়

Japan Man turns into Dog Viral : মানুষ হয়ে বেঁচে থাকতে নাকি ভালো লাগছিল না। কিন্তু তাই বলে পুরো চেহারাটাই বদলে যাবে?

ছিল রুমাল, হয়ে গেল বিড়াল! এই প্রবাদ নানা জায়গায় নানা সময় ব্যবহার করেছি আমরা। ঠিক যেন ইন্দ্রজালের ম্যাজিক; এক মন্ত্রেই বদলে গেল আস্ত মানুষ। কখনও সে বিড়াল, কখনও সিংহ। এমনিতেও বাংলার পথে প্রান্তরে বহুরূপীদের দেখা যায়। কিন্তু তাই বলে মানুষ থেকে সটান একটা কুকুরে রূপান্তর! কেন? মানুষ হয়ে বেঁচে থাকতে নাকি ভালো লাগছিল না। কিন্তু তাই বলে পুরো চেহারাটাই বদলে যাবে?

জাপানের আর পাঁচটা যুবকের মতোই বেড়ে উঠছিলেন টোকো। কাজে কর্মে, হাসি কান্নায় কেটে যাচ্ছিল জীবন। এলাকার বেশ কিছু মানুষের মতো তিনিও অত্যন্ত পশুপ্রেমী। বিশেষ করে, কুকুরদের তিনি খুবই আদর করেন। লোমশ শরীরে কি সুন্দর চার পায়ে হাঁটাচলা করে তারা। বিশ্বস্ত, ‘বন্ধু’ মানুষের জন্য সবসময় হাজির সেই কুকুর। হাসি কান্নায় মানুষের সঙ্গী হয়, বকলে চুপ থাকে, আবার আদর করলে ফেরত দেয় শতগুণ ভালোবাসা। কুকুরপ্রেমী হিসেবেই দিব্যি কাটাচ্ছিলেন টোকো।

আরও পড়ুন : বদ্ধ বাথরুমে চিতাবাঘের সামনে বেকায়দায় কুকুর, তারপর? যে ঘটনায় বিস্মিত সোশ্যাল মিডিয়া

কিন্তু ভেতরে আরও একটি সুপ্ত ইচ্ছে রয়েছে তাঁর। এত সুন্দর একটি জীব… আচ্ছা যদি কুকুর হয়ে বাঁচা যেত? বাংলার নবীন সুরকার, গীতিকারের গান ছিল ‘এবার মরলে গাছ হব আমি’। সেই গানটি টোকো শুনেছেন কিনা জানা নেই। কিন্তু কথাটি একটু বদলে দিলেন। মরলে নয়; বরং এই জন্মেই কুকুর হওয়ার জন্য উঠেপড়ে লাগলেন টোকো। বাঙালিরা যেমন কুকুরকে ভালোবাসে, তেমনই তাঁদের দৈনন্দিন গালাগালের চর্চায় অন্যতম অঙ্গ এই কুকুর (এক্ষেত্রে পড়ুন ‘কুত্তা’)। তাই বলে সত্যি সত্যি কেউ ইহজীবনেই কুকুর হয়ে যাবেন!

অবশ্য টোকো ছিলেন বদ্ধপরিকর। মানুষ থেকে কুকুর তিনি হবেনই। তবে একেবারে বিবর্তন নয়; সাজসজ্জায়। তবে সেই সাজ যেন আসল কুকুর হওয়ার অভিজ্ঞতা দেয়। যোগাযোগ করলেন জাপানের একটি পোশাক সংস্থার সঙ্গে। প্রায় ১২ লাখ টাকা খরচ করেন জাপানের ওই যুবক। ৪০ দিনের পরিশ্রমের পর অবশেষে তৈরি হল কুকুরের পোশাক। বিশেষ কোলি প্রজাতির কুকুরকেই বেছে নিয়েছিলেন টোকো। সেই পোশাক পরে বেজায় খুশি তিনি। কারণ, এখন তিনি সত্যিকারের কুকুর!

আরও পড়ুন : কুকুরের বিয়েতে খরচ এক লাখ! কলকাতার বাবুদের আশ্চর্য কিসসা

বাইরে থেকেও অবশ্য দেখে বোঝার উপায় নেই। খয়েরি-সাদায় মেশানো লোমশ চেহারা, স্বাস্থ্যবান – দেখলেই মনে হয় অতীব সুন্দর একটি জীব। কিন্তু সেটি কেবলই পোশাক। তার তলায় রয়েছেন টোকো। এখন তিনি কুকুরের মতোই চার পায়ে হাঁটেন, তাকিয়ে থাকেন বাইরে। কুকুরের জন্য বিশেষভাবে তৈরি পাত্রে খাবার রেখে খান। এমনকী, ঘুমনোও কুকুর হয়ে! এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বাধ্য। ছটফটে টোকো থুড়ি কুকুরটিকে দেখে তাজ্জব বনে গিয়েছেন সবাই! এমনও কি সম্ভব? অবশ্য অনেকের স্বপ্নই সত্যি করেদেখিয়েছেন টোকো। সত্যিই, যদি অন্য প্রাণী হয়ে বাঁচা যেত… কেমন মজাদার হতো!

More Articles