ফ্রান্সের ফুটবল ছেড়ে এবার বার্সেলোনায় ফিরে আসা? লিওনেল মেসিকে ঘিরে ফের জল্পনা শুরু

Lionel Messi Barcelona Rumour : সম্প্রতি ফের মাথাচাড়া দিয়ে উঠল সেই বিতর্ক। মেসি কি ফের ক্লাব পরিবর্তন করতে চলেছেন?

‘আজকে আমার মন ভালো নেই’। নেট মাধ্যমে এই একটি বাক্য এখন রীতিমতো মিম হয়ে উঠেছে। নানা কায়গায়, নানা জনে এমন কথা ব্যবহার করেছেন। কিন্তু বিশ্বকাপ জিতেও কি লিওনেল মেসি এই কথাটাই বারবার আওড়াচ্ছেন? ফ্রান্সের মাটিতে কি তিনি ভালো নেই? বিশ্বকাপ জেতার পর বারবার জল্পনার মেঘ এসে ঘিরে ধরেছে। সম্প্রতি ফের মাথাচাড়া দিয়ে উঠল সেই বিতর্ক। মেসি কি ফের ক্লাব পরিবর্তন করতে চলেছেন?

বিতর্কের সূত্রপাত ২৩ জানুয়ারির ফরাসি লিগের ম্যাচে। সেখানে পায়েস দ্য কাসলের বিরুদ্ধে নেমেছিল পিএসজি। সেখানে নিজের দলের সঙ্গেই অনুশীলন করেছিলেন মেসি। কিন্তু ম্যাচে তাঁকে দেখা যায়নি। মেসিকে ছাড়াই প্রথম একাদশ গড়েছিলেন কোচ ক্রিস্টাফ গালতিয়ে। এই ম্যাচেই পাঁচ গোল দিয়ে নিজের ছাপ রাখেন কিলিয়ান এমবাপে। কিন্তু কেন মেসি খেললেন না? পিএসজি কোচ অবশ্য বলছেন, পায়েস দ্য কাসল অপেক্ষাকৃত অনেক দুর্বল দল। তাই মেসির পাশাপাশি গোলকিপার দোনারোমাকেও বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও জল্পনার আঁচ নেভেনি।

আরও পড়ুন : রোনাল্ডোর সঙ্গে ‘ভয়াবহ লড়াই’, এবার সৌদি আরবের দিকে পা বাড়াচ্ছেন লিওনেল মেসিও?

বিশ্বকাপ জেতার পরই জল্পনার আগুন বাড়ে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবের আল নাসের ক্লাবে চলে যাওয়ার পর সবার মনেই ছিল প্রশ্ন। এবার কি মেসিও পাড়ি দিতে চলেছেন আরব প্রো লিগে? এই জল্পনা বাড়িয়ে দেয় আল হিলাল ক্লাব। আরবের অন্যতম নামী এই ক্লাব মেসিকে রেকর্ড মূল্যে কিনতে চায়। তাদের স্টোরে মেসির নাম লেখা ১০ নম্বর জার্সিও বিক্রি শুরু হয়। কিন্তু পিএসজি বরাবরই জানিয়ে এসেছে যে, মেসিকে ছাড়ার কোনও পরিকল্পনা তাদের নেই। উল্লেখ্য, ২০২৩ মরসুমের মাঝেই মেসির চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এখনও সেই চুক্তির নবীকরণ হয়নি।

বিশ্বকাপ জেতার পর সেই ঝড় আরও বাড়ে। কাতারের ফাইনালে ফ্রান্সকে হারিয়েই বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। মেসি দু’টি গোলও করেন। ফের ফ্রান্সে খেলতে যাওয়া মেসির কি কোনও অসুবিধা হচ্ছে? এখনও কেউই মুখ খোলেনি। তবে মেসি এখন খেলা উপভোগ করতে চান। সেখানে প্যারিস তো বটেই, গোটা ফ্রান্স এখন এমবাপে মন্ত্র জপছে। বিশ্বকাপের পর সেই ব্যাপারটি আরও বেড়েছে। এমবাপের এই অতিরিক্ত গুরুত্ব পাওয়াটা কি মেসির না-পসন্দ? সেজন্যই পিএসজি ছাড়তে চলেছেন তিনি?

এমনই নানা প্রশ্ন ঘোরাফেরা করছে। কেবল আল হিলাল নয়, সেইসঙ্গে মেসিকে নেওয়ার দৌড়ে উঠে এসেছে আমেরিকার মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামি। যার অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম। তবে এর পাশাপাশি আরও একটি ক্লাব জায়গা করে নিয়েছে। সেটি আর কেউ নয়, স্বয়ং এফসি বার্সেলোনা! মেসি কি ফের পুরনো ক্লাবেই ফিরতে চলেছেন?

আরও পড়ুন : ফাইনালে নির্মমভাবে হারিয়েছিলেন ফ্রান্সকে, যেভাবে মেসির বিরুদ্ধে শোধ নিচ্ছে ফরাসি মিডিয়া

বার্সেলোনা আর মেসির রূপকথার যাত্রা নিশ্চয়ই নতুন করে বর্ণনা করার নয়। সেই ক্লাব ছেড়েই চলে এসেছিলেন পিএসজিতে। ফের স্পেনে ফিরতে পারেন মেসি? স্পেনেরই এক সাংবাদিক জানিয়েছেন, তেমনটা হলে অবিশ্বাস্য কিছু হবে না। নেট দুনিয়াতেও মেসির বার্সেলোনায় প্রত্যাবর্তন নিয়ে অজস্র জল্পনা, পোস্ট। সবার একটাই বক্তব্য, মেসি ফ্রান্সে খুব একটা ভালো নেই। তাই অন্য কোথাও চলে যাবেন তিনি। চুক্তি বাড়াবেন না তিনি।

আর মেসি? আপাতত তাঁর দিক থেকে কোনও সাড়া নেই। তিনি কী করবেন, এখনও জানা যাচ্ছে না। তবে তাঁর নাম যে লিওনেল মেসি। সদ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক। তাঁকে ঘিরে এমন জল্পনা সামনে আসবে না, তা হয় নাকি!

More Articles